অনলাইনে ঘুরা ঘুরি করলে অনেক কাজ এর সাইট অনেক সময় পাওয়া যায়। আজ হঠাৎ করেই একটা কাজের সাইট পেলাম। এই সাইটটাতে আছে কিছু ওয়েবটুল। নেটওয়ার্ক-টুলস এই সাইটির নাম করন থেকেই অবশ্য সেটা বুঝা যায়।আসুন তাহলে ঘুরে দেখে আসা যাক কি কি টুলস এখানে আছে।
পিং(Ping): ধরুন আপনার ব্লগ বা আপনার ওয়েব সাইটটি আপনার পিসিতে ওপেন হচ্ছেনা ।আপনার সাইটটি অপেন হচ্ছেনা মানে এই না যে আপনার হোস্টিং সারভার ডাউন।আপনার পিসির আইপি কোন কারনে ব্যান থাকতে পারে।আপনার হোস্টিং সত্যি ডাউন কিনা তা এই পিং টুলসটির মাধ্যমে যাচাই করুন। নেটওয়ার্ক-টুলস সাইটি ওপেন হবারপর পিং অপশনটি সিলেক্ট করে আপনার কাংক্ষিত ডোমেইনটি টাইপ করে Go বাটনে ক্লিক করলেই পিং রিপ্লাই দেখাবে।
হুইজ(Whois) এই টুলসটির মাধ্যমে আপনি যানতে পারবেন যেকোন ডোমেইনএর ওনার এর নাম। কবে ডোমেইনটি কিনা হয়েছে।কবে ডোমেইনটির মেয়াদ শেষ হবে এই রকম আরো নানাবিধ বিষয়।
ট্রেস(Trace) ধরুন আমি লিখলাম ইয়াহু.কম। ইয়াহু.কম লিখলাম মানে এইনা সাথে সাথে ইয়াহুতে কানেক্ট হয়ে গেলাম।কোন কোন রাস্তা হয়ে কোন কোন মোর হয়ে (এই মোর গুলোর টেকি নাম হলো HOB) আমি ইয়াহুর বাড়ি পৌছালাম তা দেখাবে এই ট্রেস অপশনটি। আর যদি কোথাও রাস্তা খারাপ থাকার কারনে ইয়াহুর বাড়ি না পৌছাতেপারি কোথায় আটকে গেলাম তাও বলে দেবে এই ট্রেস।
এসপাম ব্লাকলিস্টচেক(Spam Blacklist Check): অপনার সাইটের আইপি যদি এসপামব্লাকলিস্টেড হয়ে থাকে তাহলে এই অপশনটির মাধ্যমে চেক করে তা আনব্যন করার জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন।
ইমেল ভেরিফিকেসন(Email Verification) এই টুলসটির মাধ্যমে যেকোন মেইল একাউন্ট একটিভ আছেকিনা তা ভেরিফাই করাযাবে।
আরো কিছু সুন্দর সুন্দর কাজ এর টুরস আছে যেমন Lookup, Express, DNS Records, Network Lookup, URL Decode, URL Encode, HTTP Headers. ঘুরে দেখে আসতে পারেন কখনো না কখনো টুলস গুলো কাজে লাগবেই ।
আমার লেখা লিখির অভ্যাস নেই।তাই হয়ত ঠিকমত গুছিয়ে লিখতে পারিনি।কারো কোন প্রশ্ন থাকলে মেইল করতে পারেন এই ঠিকানায় nijhumdip@yahoo.com অথবা মন্তব্য আকারে এখানে প্রশ্ন করতে পারেন।চেষ্টা করবো সাধ্যমত উত্তর দেবার।লিখাটি পূর্বে আমার ব্যাক্তিগত ব্লগ সিমানাপেরিয়ে এখানে প্রকাশিত।