একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল
যারা অস্র! হাতে লড়ে ছিল
তোমার তরে মরে!! ছিল....।
আজও কেনও তোমার বুকে চলছে গুলি মরছে মানুষ???????
জবাব তোমায় দিতে হবে মা মাগো.............
সন্ত্রাসীদের হাতে কেন জিম্মী তুমি স্বদেশ আমার মাতৃী ভুমি???
জবাব তোমায় দিতেই মা............।
নব্বইয়ের দশকে সালমান শাহ অভিনীত বিক্ষোভ ছবির একটা গান। অনেক দিন শোনা হয়না....তাই পুরোটা মনে নেই......। কিন্তু যে কটা লাইন বা মনে আছে মাঝে মাঝে গুন গুন করি...নিচু স্বরে.........।
আর দুর প্রবাসে বসে ভাবি আসলেই কি সুখে আছে আমাদের মা জননী??????????????? কেন সুখে নেই সেটা বলতে গেলে অনেক কথাই বলতে হবে......আর সে সব কথা আমরা সবাই কম বেশী জানি। আজ নিজের মায়ের ভয়ের কথাই বলি...... আমার মায়ের অনেক দিনের স্বপ্ন নিজের সন্তানদের একটা বাড়ি হবে....তার সন্তাদের মাথায় ছায়া থাকবে। মায়ের স্বপ্ন পূরণের ইচ্ছায় দুভাইয়ের কামাইয়ের সব টুকু আর আগামী দশ বছরের কামাই দিয়ে ঢাকাতে বাড়ির কাজ শুরু করি.... কাজে হাত দেওয়ার পরদিন ক্ষমতাসীন দলের এক নেতা জানিয়ে যায় তাকে এক লক্ষ টাকা দিতে হবে এই এলাকায় বাড়ি করতে হলে।
নয়তো সব কাজ বন্ধো থাকবে আর যদি পুলিশ বা অন্য কোন কিছু করার চেষ্টা করি তাহলে অনেক খারাপ হবে। আমার মায়ের ভীরু মন কেপে উঠে.... কষ্টে , ভয়ে আর দুঃখে মায়ের মুখে ঘৃনা আসে..." আমার সন্তানদের ঘাম ঝরানো টাকা আমি কেনও তুলে দেব ঐ অমানুষদের হাতে???( এটার জবাব কোন দিন দিতে পারবো না জানি)
সেই নেতাকে ম্যানেজ করে কাজ চলতে থাকে.....। হাউজ বিল্ডিং লোনর জন্য যোগাযোগ করা হলে জানতে পারি...আমার জমির পরিমাপ অনুসারে লোন নিতে হলে এক লক্ষ টাকা দিতে হবে আর বেশী নিতে হলে তো কথা নাই.....।
দেশ জিম্মি ক্ষমতাসীনদের হাতে দেশবাসী জিম্মি আমলাদের কাছে...... আর আমরা আম পাবলিক লাল সবুজের পতাকা নেড়ে স্বাধীনতা দিবস পালন করি!!!!!!!!!