আলুপোড়া খেতে যে খুব মজা এটা মুখে অনেকে স্বীকার না করলেও মনে মনে সবাই মানবে। সৌদিতে যেটা হয়েছে সেটা নি:সন্দেহে বর্বর। তাদের বর্বরতর ইতিহাস সর্বজনবিদিত। এই জন্যেই বোধহয় যুগে যুগে নবী রাসুল গন সৌদিতে অথবা আরবেই এসেছেন। পেটে খেলে পিঠে সইতে হয় এই কথা আমি ভুলে গেলাম আপাতত। সবথেকে বড় শ্রম বাজারের কথা , রেমিটেন্স তথা আমাদের চাল, ডাল, তেল আমদানীর টাকা যোগনোর কথা আপাতত ভুলে গেলাম। আশা করছি ওগুলো আমরা দেশের টাকাতে কিনতে পারবো (যোগাযোগ মন্ত্রীর নতুন ফর্মুলায়???)। ভুলে গেলাম মন্ত্রী, এম্পিদের বিদেশ ভ্রমন আর ছেলেমেয়েদের উচ্চশিক্ষার ও শপিং এর নিমিত্তে যে ডলার প্রয়োজন হয় সেগুলোর যোগানের কথা। ধরে নিলাম আমাদের শ্রমিক ভাইদের কে আম্রিকা ইউরোপে নিদেন পক্ষে ভারতে পাঠিয়ে দিতে পারবো। কিছুদিন আগের আমিনবাজারের গনপিটুনির কথাও আমি ভুলে গেলাম (বাংলাদেশে এ আর এমন কি?)। ভুলে গেলাম বণ্গবন্ধুর খুনিদের ফাঁসী হবার কথাও। ভুলে গেলাম বাংলা ভাই, শায়খের ফাঁসি হবার কথা। শিরোচ্ছেদ, গলায় কালো কাপড় বেধে রশিতে মৃত্যুর আগ পর্যন্ত ঝুলিয়ে রেখে ফাঁসী কার্যকর করা এবং ইলেকট্রিক শকে বা পয়জন দিয়ে মারার মধ্যে কোনটি বেশি আরামদায়ক কোনটি বেশি মানবিক সে তর্কেও আমি গেলাম না। ফিলিস্তিনে হাজার হাজার শিশু নারী কি অপরাধের জন্য মারা যাচ্ছে সেটা আমি চিন্তা করলামনা। আমেরিকা , ফ্রান্স, ইংল্যান্ড কোন যাদুর বলে এক দিনে হাজার হাজার নিরপরাধ নারী, শিশু, বৃদ্ধ হত্যার সার্টিফিকেট পায় সেটাও আমি জিগ্গেস করলাম না (দ্বিতীয় বিশ্বযুদ্বের কথা বলছিনা ২০১১ সালের কথা বলছি)। জানতে চাইলাম না এই নিয়ে আপনি কয়টা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বা ব্লগ লিখেছেন। এটা ভুলে যাচ্ছি আপাতত যে বাংলাদেশে শুধু সড়ক দুর্ঘটনায় মারা যায় গড়ে ২০ জন , বিভিন্ন কারনে খুন হয় প্রায় ৮ থেকে ১০ জন যাদের সবাই প্রায় নিরপরাধ ইত্যাদি ইত্যাদি মৃত্যর কথা। জানিনা এটা নিয়ে আপনি কয়টা ফেসবুক স্ট্যাটাস দেন।আমি শুধু এটুকু জানতে চাই ঐ আটজন অভিযুক্ত হয়েছে কত সালে?আমি যতদুর জেনেছি সেটা ৪ বছর আগের কথা যখন তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছিলো (ভুল হতে পারে)। মুক্তিপণ দিয়ে শিরোচ্ছেদ রদের একটা সুযোগ ছিলো (ভুল হলে দয়া করে কারেকশন করুন)। তাহলে কেন আমরা এতদিন পরে জানলাম? কেন আমরা অনেক আগে নিদেন পক্ষে মৃত্যুর কিছুদিন আগে মুক্তিপনের কথা জানলাম না? আমি শুধু জানতে চাই আমাদের ডজন খানেক সরকারী কর্মকর্তারা সৌদিতে কি াল ফালায়? জানতে চাই সেদিন টিভিতে পর্যটন মন্ত্রী যেটা বলেছেন সেটার বিস্তারিত-- তিনি বলেছেন আরও ৪ জন(সঠিক সংখ্যাটা এই মূহুর্তে মনে পড়ছেনা ৫ জন ও হতে পারে) পাইপ লাইনে আছে শিরোচ্ছেদের। আশা করি তাদেরকে আমরা বাচাতে পারবো। আমার জানতে চাওয়াটা এখানেই। এই ৪/৫ জন কে বাচাতে পারলে আপনি আগের ৮ জনকে বাচাতে পারলেন না কেন? আমাদের সৌদি রাষ্ট্রদুন কেন এখনও বহাল তবিয়তে আছেন। আমাদের পররাস্ট্রমন্ত্রীর কোন বিবৃতি নাই কেন? তিনি তো খুশিতে আটখানা হয়ে বলেছিলেন সৌদি বাদশাহ সর্বপ্রথম শেখ হাসিনার সাথেই দেখা করেছেন। যেটা কিনা রেকর্ড(!!)।এই সৌদিতেই খাদ্দামা পাঠানোর খবরে আমরা আনন্দে গদগদ হয়ে যাই। যাহোক লেখাটা অন্যদিকে নেয়ার কোন ইচ্ছা আমার নেই। আমি শুধু জানতে চাই তারা অভিযুক্ত হয়েছে কত দিন আগে? তারপর আমরা কি ব্যবস্থা নিয়েছি? মুক্তিপন দিয়ে বাচানোর ব্যপারটা সঠিক কিনা? ৪ বছর আগে থেকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকাটা সঠিক কিনা?আমরা কেন বিষয়টা শিরোচ্ছেদ কার্যকরের পরে জানলাম? কেন অনেক আগে নিদেন পক্ষে এক মাস আগে জানলাম না?
আলুপোড়া পাবেন এখানে -- ইচ্ছা হলেই খেতে পারেন
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:২৬