কথা ছিল বই মেলায় যাওয়ার উদ্দেশ্যে বিকাল ৪টায় আমি আর একরামুল হক শামীম ফার্মগেটে মিলিত হব। সেই অনুযায়ী আমি ঠিক সময়ে পৌঁছে যাই, কিন্তু শামীমের কোন পাত্তা নাই






যাই হোক, ৫টার দিকে বইমেলার কাছাকাছি এসে বিশাল লাইনে দাঁড়ালাম। লাইনে অপেক্ষমান বেশীরভাগ মানুষই সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে ছিলেন, তবে কিছু কিছু মানুষকে দেখলাম লাইনের বাইরে থেকে এসে লাইনের মাঝখানে ঢুকে গেল

যাই হোক, বিশাল লাইনে অপেক্ষার ধকল সামলে অবশেষে একসময় মেলার ভেতরে ঢুকলাম

এবারের বইমেলাকে উদ্দেশ্য করে অনেকগুলো বই কেনার টার্গেট নিয়েছি, আজ কিনলাম দুইটি বই। দুটিই মুক্তিযুদ্ধ ভিত্তিক, একটি বইয়ের নাম একাত্তরের দিনগুলি, লিখেছেন জাহানারা ইমাম:
আরেকটি বই মূলধারা '৭১, লেখক মঈদুল হাসান
আজ পকেটের অবস্থা তেমন একটা স্বাস্থ্যবান ছিলনা, তাই টার্গেট করা বাকী বইগুলো কিনতে পারিনি






পুরো বইমেলা প্রাঙ্গনের স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। ঘুরতে ঘুরতেই ডঃ জাফর ইকবাল এবং আনিসুল হককে দেখলাম ক্রেতাদের বই-এ অটোগ্রাফ দিচ্ছেন। আমি আজ তাঁদের কোনো বই কিনিনি, তা নাহলে আমিও আজ তাদের অটোগ্রাফ নিতে পারতাম



ফেরার পথে ব্যাপক খাওয়াদাওয়া হলো শামীমের সৌজন্যে


সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৭