আমাদের প্রাণপ্রিয় মন্ত্রী-উপমন্ত্রী-পাতিমন্ত্রীরা যুগে যুগে যে বাণী দিয়ে গেসেন সেগুলো আপনাদের আবার মনে করিয়ে দিতে চাই।
১। “আমি হয়তো আছি তাই বাংলাদেশ নিরাপদে আছে। আমার চোখ বন্ধ হলে কী হবে তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন”। - শেখ হাসিনা
২। “আমার চেয়ে বেশী দেশপ্রেমিক আর কে আছে”? - শেখ হাসিনা
৩। “দেশের পরিস্থিতি যে কোন সময়ের চেয়ে ভালো” -সাহারা মরুভুমি থুক্কু সাহারা খাতুন।
৪।“আল্লাহ্র মাল আল্লায় নিসে” - আলতাফ হোসেন।
৫।“ভাতের বদলে বাঁধাকপি খান” -সাইফুর রহমান
৬।“বেশী করে আলু খান, ভাতের উপর চাপ কমান”-মইন ইউ আহমেদ।
৭।“উই আর লুকিং ফর ‘শত্রুস’” -লুৎফুজ্জামান বাবর।
৮।“শেয়ার মার্কেটে কোন ইনভেস্টর নাই, সব জুয়াড়ি”-আবুল মাল আব্দুল মুহিত
৯। “আপনারা কম খান কোন সমস্যা থাকবেনা” -ফারুক খান।
১০। “একদিন বাজারে না গেলেই সব ঠিক হয়ে যাবে”-আবুল মাল আব্দুল মুহিত।
১১।“স্বজন হারানোর ব্যাথা আমি বুঝি” -শেখ হাসিনা
১২।“দূর্ঘটনার জন্য চালকরা দায়ী নন” । -শাজাহান খান
১৩।“সড়কে ঝুঁকি নেই সেটা আমি বলবো না, তবে কোনো সড়কই চলার অনুপযোগী অবস্থায় নেই'' - আবুল হোসেন
১৪। “মোবাইল বেশী চার্জ দেয়া হয় বলে বিদ্যুৎ সংকট” -গয়েশ্বর রায়
১৫।“অপরাধী ধরতে গেলে দু-চারটা লাশ পড়ে গেলে অপরাধ হবে না”। (নাম মনে নেই)
১৬।“ইভটিজিং করতে হবে সীমার মধ্যে থেকে”- জনৈক পাতি নেতা
১৭।“জিয়া মুক্তিযুদ্ধ করলেও মন থেকে করেন নি”- মতিয়া চৌধুরি
১৮। “পেঁয়াজ না খেলে কি হয়?” -ফারুক খান
১৯। “এটি একটি বিচ্ছিন্ন ঘটনা”।-সাহারা খাতুন
২০। "আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই কেবল দেশে শান্তি থাকে। আর এখন কৃষক কে আর সার খুজতে হয়না, সার ই কৃষক কে খুজে" -স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
২১। " আপনাদের ড্রাইভারের দোষ ছিল , সে ওভারটেক করতে গিয়েছিল " -আবুল হাসান
২২। "মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে" -খালেদা জিয়া
২৩।আমরা নেতা হইছি বইলা এমন না যে নিজের পায়জামার ফিতা খুইল্লা জনগনের মশারী বাইন্ধা দিমু।......... সা কা চৌ
২৪।১৫ আগস্ট পাশের দেশ ভারত স্বাধীনতা দিবস পালন না করলে খালেদা জিয়াও তার জন্মদিন পালন করবেন না।-হান্নান শাহ্
২৫।"পঞ্চম সংশোধনীর কথা আর কি বলব? সোনা মিয়ারে বানাইসে লাল মিয়া আর লাল মিয়ারে বানাইসে সোনা মিয়া। মিয়া কিন্তু ঠিকই আছে। সোনা ডা খালি লাল হইয়া গেছে।" - সাকাচৌ।
২৬।নোবেল পুরষ্কার পাতেল গ্যাস জ্বালানী নিয়ে আন্দোলন কারী আনু মুহাম্মদরা হলো টোকাই-----সংসদে/পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদ।
২৭।জয়নাল হাজারীর মতো ভালো মানুষ কমই আছে-----আব্দুল গাফ্ফার চৌধুরী।
২৮।আমার বেয়াই রাজাকার হলেও যুদ্ধাপরাধী নয়--শেখ হাসিনা।
২৯।আগে দেখতাম কুত্তা লেজ নাড়ে, এখন দেখি লেজেই কুত্তা নাড়ায়-- সাকা চৌধুরী
৩০।বঙ্গবন্ধু জন্মের সাথে সাথেই না কেদেঁ জয়বাংলা বলে উঠেছেন--স্বরাষ্ট্র পাতিমন্ত্রী টুকু।
৩১।যাদের চেহারা সুরত ভালো না, তারাই বোরখা পড়ে-----প্রতিমন্ত্রী লতিফ সিদ্দিকী
৩২।শেখ হাসিনা ছাড়া সৌদি বাদশা আর কারো সাথে দেখা করেননি কোনোদিনও---পররাষ্ট্রমন্ত্রী দিপুমনি।
৩৩।আমরা যারা রাজনীতি তাদের মাথা ঠিক রাখার জন্য মাঝে সেক্সের দরকার হয়, তাই এই ধর্ষণ------জনৈক ছাত্রলীগ ধর্ষনে সেঞ্চুরীয়ান নেতা/সিন্ডিকেটের তদন্ত কমিটির সামনে জিজ্ঞাসাবাদের সময় উক্তি।
৩৪।গাবতলী গরুর হাটটি আমাদের প্রাণপ্রিয় নেতার নামে ‘‘এরশাদ গরুর হাট’’ রাখা হোক-এটা আমাদের প্রাণের দাবী-------------এস এ খালেক, এমপি।
৩৫।এই গরুটাকে স্টেইজ থেকে নামিয়ে দেওয়া হোক---------এরশাদ/নামকরনের অনুষ্ঠানের মঞ্চ থেকে, এসএ খালেককে দেখিয়ে দিয়ে
৩৬।ধর্ষন যখন নিশ্চিত, তখন তা উপভোগ করাই শ্রেয়। সা কা চৌ
৩৭। দেশে খুন বেড়েছে, অপরাধ বাড়েনি- আলতাফ হোসেন
৩৮।আমার নেত্রী জীবনে কখনো কোনদিন মিথ্যা কথা বলেননি।-জিল্লুর রহমান।
৩৯। মৃতদের প্রতিটি পরিবারের জন্য ক্ষতিপূরণ হিসাবে ১ টি করে ছাগল দেওয়া হবে---কর্নেল আকবর, নৌপরিবহন মন্ত্রী(সাবেক)/চাঁদপুরে লঞ্চডুবির পর নিহতদের কান্না থামানোর চেষ্টায় তিনি এই মন্তব্য করেন।
৪০।ভারতকে ট্রানজিটের বিনিময়ে ফি নয়, একটা কিছু নিবো-----অর্থমন্ত্রী মুহিত।
৪১।ধর্ম একটি নেশা, যেমন তামাক-মদ যেমন নেশার সৃষ্টি করে, ধর্ম তেমনি এক ধরনের নেশার সৃষ্টি করে------বস্ত্র ও পাট মন্ত্রী আ। লতিফ সিদ্দিকী।
৪২।মিডিয়ার মালিকরা জারজ সন্তান------বস্ত্র ও পাটমন্ত্রী আ। লতিফ সিদ্দিকী।
৪৩।সরকার আমাকে ক্ষমতা দিয়েছে, আমার ক্ষমতা কেউ কমাতে পারবেনা-----লোটা কামাল।
৪৪।মহাজোট ব্যর্থ হলে আমাকে প্রথম ফাসিঁ দেওয়া হবে----লেজেহুমু এরশাদ ।
৪৫।শামীম ওসমান ভালো অভিনেতা, তিনি মিথ্যাকে সুন্দর ভাবে সত্যে পরিনত করেন--------------------অভিনেত্রী সারাহ কবরী, এমপি
৪৬।রমজানে সরকারকে অভিশাপ নিবেন না----------বানিজ্য সচিব ম, গোলাম হোসেন।
৪৭।ফারুককে নির্যাতন করে গণতন্ত্রের প্যান্ট খোলা হয়েছে------------আ স ম রব।
৪৮।শেয়ার কেলেংকারীর অভিযোগ পরোয়া করিনা----------লোটা কামাল।
৪৯।কবির চৌধুরী মুক্তিযোদ্ধা হলে আমরাও মুক্তিযোদ্ধা-------------জামাত নেতা আজহার।
৫০।বিমান মন্ত্রনালয় চলছে সতীনের সংসারের মতো---------কর্নেল অলি।
৫১।এরশাদ একটি মরা ঘোড়া---------------আওয়ামী লীগ নেতা আবু সাইদ।
৫২।নিয়োগ নিয়ে কি হচ্ছে তা আল্লাহ ভালো জানেন---------স্পিকার আ। হামিদ।
৫৩।প্রশাসন কাদঁছে, আমরা দেখছি------------মাহমুদুর রহমান মান্না।
৫৪।সারাদিন মেকাপ নিয়ে ব্যস্ত থাকলে দিন বদল দেখবে কেমনে---------মতিয়া চৌধুরী/খালেদা জিয়াকে উদ্দেশ্য করে
৫৫।সন্ত্রাসী ১০০ হাত মাটির নিচ থেকে খুজে বের করা হবে -- স্বরাষ্ট্র মন্ত্রী নাছিম
৫৬।বাংলা ভাই বলতে কেউ নাই, সবই মিডিয়ার সৃষ্টি ---বিএনপি-র এক মন্ত্রী
৫৭।এরশদের যদি এ ক্ষমতা থাকতো তবে সারা দেশ কচিকাচার মেলায় ভরে যেত (সাদ এর জন্ম সম্পর্কে)-- জাপা এর সাবেক এক মহিলা এমপি
৫৮।নারী নেতৃত্ব হারম, আর গোপন বৈঠকে আরাম --- সুরঞ্জিত সেন
৫৯। গার্মেন্টস এর পানি রাস্তায় ছেড়ে দেয় বলে রাস্তার এ বেহাল দশা- আবুল হোসেন
৬০।আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে জনগণ সুখে থাকে; সন্ত্রাস হয় না, দুর্ভিক্ষ হয় না। - শেখ হাসিনা।
৬১।বাঘে ধরলে বাঘে ছাড়ে, শেখ হাসিনা ধরলে কাউরে ছাড়ে না। ছাড়ছে, ইউনুস মিয়ারে ছাড়ছে? - সুরঞ্জিত সেন।
৬২।ড. ইউনুসের নোবেল প্রাপ্তির পেছনে শেখ হাসিনার অবদান আছে। শেখ হাসিনা পরিচয় না করিয়ে দিলে ইউনুসকে কেউ চিনতো না, সে নোবেলও পেত না। - সৈয়দ আশরাফুল ইসলাম।
৬৩।আমি হিন্দুও না, মুসলমানও না; সবার সাথে আলোচনার দরজা খোলা। - সৈয়দ আশরাফুল ইসলাম।
৬৪।বাকশাল ছিল দ্বিতীয় বিপ্লব, জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন। - শেখ সেলিম।
৬৫।"আমার নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন? আমার নৈতিকতা খুবই উন্নত।"
----নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান
৬৬।"বাস্তবতা হলো দেশে চালকের সংকট আছে। আর এই বাস্তবতার ভিত্তিতে অশিক্ষিত চালকদেরও লাইসেন্স দেওয়া দরকার। কারণ, তারা সিগনাল চেনে, গরু-ছাগল চেনে, মানুষ চিনে। সুতরাং তাদের লাইসেন্স দেওয়া যায়।"
---নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান
৬৭। বিগত ১৫ বছরের মধ্যে সর্বাধিক বৃষ্টি হওয়ায় রাস্তা-ঘাট ভেঙ্গে গেছে-আবুল হোসেন।
৬৮। দেশের মানুষ চারবেলা পেট ভরে খেতে পারে- শেখ হাসিনা
শুনেন হাইসেন না। উনারা মন্ত্রী মিনিস্টার। এত বড় পদে গেলে আপ্নেরও মাথা ঠিক থাকবেনা। তার থেকে চলেন আমরা ম্যাংগোপিপলরা এই অমৃত বচন গুলা মুখস্থ করি, ছাপায়া বান্ধায়া রাখি, আর সকাল বিকাল ধুইয়া পানি খাই। কামে লাগবো
বি।দ্রঃ আমি পত্রিকা পড়িনা, সেজন্য হয়তো অনেক মহান বাণী আমার চোখ এড়িয়ে গেছে। আপনারা যা জানেন একটু বইলেন এডিট কৈরা দিমুনে।