অনেক বছর আগে আপনার প্রিয় একটি গান শুনেছেন ( মেলডি, ব্যান্ড, রবিন্দ্র, নজরুল কিংবা যে কোন ধরনের নতুন পুরাতন বাংলা গান) কিন্তু গানটি এখন হারিয়ে গেছে কিংবা ঠিকমত লিরিক মনে করতে পারছেন না কিংবা লিরিক মনে করতে পারলেও শিল্পির না কিংবা এলবামের নাম বলতে পারছেন না, আপনার প্রায়ই ইচ্ছা হয় গানটি শুনতে কিন্তু গুগুল মামু কিংবা ওয়েব পোর্টালেই গানটি নেই এমনকি বর্তমান মার্কেটেও পাওয়া যায় না, এমন এক্সক্লুসিব গান খুজে পেতে ফেইসবুকের লিংক এই রেডিও পেইজটিতে জয়েন করেন, আর অনুরুধ করেন আপনার কাঙ্থিত গানটি দ্রুত সময়ে পেয়ে যাবেন। সাথে পাবেন ডাউনলোড করার সুবিধা। আরো পাবেন- ফেইসবুকের প্রিয় কোন ব্যাক্তিকে কোন গান উপহার দিতে চাইলে তাৎখনিক ভাবে আপনার প্রিয় ব্যাক্তিকে এই রেডিওটি আপনার কথা উল্লেখ করে গানটি পাঠিয়ে দিবে। তাছারা এখানে ১০০০ কালজয়ী বাংলা গান দেয়া আছে আরও প্রায় ৯০০০ গান আপনার জন্য আপেক্ষা করছে। রেডিও পেইজটিতে ঘুরে আসুন, আপনার একটি হারানো গানের আনুরুধই বাংলা গানের এই ওয়েব ভান্ডার কে আরও বেশী সমৃদ্ধ করবে।
এখানে আসুন
আপনি নিশ্চিত থাকুন আপনার কোন গান প্রয়োজন না থাকলেও এখানের গান গুলো শুনে মুগ্ধ হবেনই কারন এখানকার গানের কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি অন্য যে কোন ওয়েব সাইট থেকে অনেক ভাল। আর এখানকার মডারেটররা রাত দিন ২৪ ঘন্টার প্রতিক্ষনই থাকছে আপনার সাথেই। তবে আপনার অনুরুধের গানটি যেন হয় মানসম্মত। মানস্মত গান হলে যেমন পাওয়া নিশ্চিত, তেমনি বাজে গান না পাওয়া ১০০% নিশ্চিত।
এটি একটি কৃতজ্ঞতামুলক পোষ্ট