আসসালামুয়ালাইকুম।নিজের একটি ব্লগ কেনা চায়?ব্যাক্তিগত ব্লগিং এর জন্য ওয়ার্ডপ্রেস এই সবচেয়ে ভাল তবে ব্লগ থেকে আয় এডসেন্স এর মাধ্যমে বা ব্লগের নিরাপত্তামূলক বৈশিষ্ট্যের জন্য ব্লগার এর সেরা।ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমি তেমন অভিজ্ঞ নই তবে আশার কথা টেকটিউনস এর টিউনার ফাহিম রেজা বাঁধন ও তওহিদুল ইসলাম এ ব্যাপারে টিউটোরিয়াল লিখছেন।আপনারা যারা ওয়ার্ডপ্রেসে ব্লগ বানাতে চান তারা উনাদের পোস্ট সমুহ অনুসরন করতে পারেন।সামহোয়ারিন বা অন্যান্য ব্লগে করা আপনার পোস্টসমুহ ব্যাকাপ রাখতে পারেন নিজের ব্লগে।আমি একবারে নতুনদের জন্য ব্লগ বানানো থেকে শুরু করলাম।
আসুন ব্লগারে ব্লগ বানানোর শুরুতে ব্লগার সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। ব্লগারের জম্ন ১৯৯৯ সালের ২৩শে অগাস্ট ওয়েব আপ্লিকেশন তৈরির কোম্পানি পায়রা ল্যাব এর হাত ধরে।পরবর্তীতে জায়ান্ট সার্চ ইঞ্জিন গুগল পায়রা ল্যাব কিনে নেয় ২০০৪ সালের ০২রা মে তারিখে এবং তারা এর ডেভেলোপমেন্ট এর কাজ শুরু করে।ব্লগার এর হোস্টিং গুগলের নিজস্ব সার্ভারে হোস্টিং এবং এর সাবডোমেন ব্লগস্পট(.blogspot) নামে পরিচিত।
টিউটোরিয়ালগুলো পড়ার সুবিধার জন্য ১০ পর্বে ভাগ করে প্রকাশ করেছিলাম।নিচের লিঙ্কে ক্লিক করে সরাসরি যাওয়া যাবে ওই সাইটে।এছাড়া কোন সমস্যা হলে পাশে আমার প্রোফাইলে ফেসবুক ঠিকানা দেয়া আছে।ওখানে আমাকে নক করতে পারেন।
ব্লগারে সম্পুর্ণ একটি ব্লগ তৈরির টিউটোরিয়াল (পর্ব-১: ব্লগ তৈরি)
ব্লগারে সম্পুর্ণ একটি ব্লগ তৈরির টিউটোরিয়াল (পর্ব-২:পোস্টিং এডিটর পরিচিতি)
ব্লগারে সম্পুর্ণ একটি ব্লগ তৈরির টিউটোরিয়াল (পর্ব-৩: ড্যাসবোর্ড পরিচিতি-১)
ব্লগারে সম্পুর্ণ ব্লগ তৈরির টিউটোরিয়াল (পর্ব-৪: সেটিংস পরিচিতি-১)
ব্লগারে সম্পুর্ণ ব্লগ তৈরির টিউটোরিয়াল (পর্ব-৫: সেটিংস পরিচিতি-২)
ব্লগারে সম্পুর্ণ ব্লগ তৈরির টিউটোরিয়াল (পর্ব-৬: ডিজাইন পরিচিতি-১)
ব্লগারে সম্পুর্ণ ব্লগ তৈরির টিউটোরিয়াল (পর্ব-৭: টেমপ্লেট ডিজাইন)
ব্লগারে সম্পুর্ণ ব্লগ তৈরির টিউটোরিয়াল (পর্ব-৮:কাস্টম ডোমেইন এবং ফ্রি (.tk,co.cc,cz.cc) ডোমেইন এ পরিবর্তন
ব্লগারে সম্পুর্ণ ব্লগ তৈরির টিউটোরিয়াল (পর্ব-৯: সার্চইঞ্জিনে সাইট সাবমিট)