আমি আগেই বলেছিলাম, আবুল দেশবাসীর আরেকটি আবুল মার্কা প্রশ্ন - সুরঞ্জিত বাবুর ছেলে ৫ কোটি টাকা দিয়ে টেলিকমিউনিকেশন (আইসিএ্যাক্স) লাইসেন্স পেয়েছে, কোম্পানী চালু করতে আরো ৩০ কোটি টাকার দরকার, এতগুলো টাকা কোথা থেকে এসছে? ভাই বাইরে যান, ঘুইরা আহেন আমার হাহালুখুগে ... এরা দেহি সব ব-কলম। আজ আমারে একটা আইসিএ্যাক্স লাইসেন্স দেন।আমি এক ঘন্টা অর্থাৎ ৬০ মিনিটে ৬০ জন কোটিপতি এনে লাইন ধরে দাড় করিয়ে দিব। প্রত্যেকে ৫০ কোটি টাকার চেক পকেটে নিয়ে আসবে। আপনাকে দিলেও সেই ঘটনা ঘটবে।তাই আবুলদের করা প্রশ্ন সেনগুপ্ত টেলিকম এত টাকা কোথায় পেল - এর মাধ্যমে সাংবাদীকরা সম্প্রতি দেয়া ৭৪টি লাইসেন্সে বিটিআরসি ও টেলিমন্ত্রনায়য়ের ১০০০ কোটি টাকার দুর্নীতি থেকে জনগণের দৃষ্টি অন্য দিকে নিয়ে যাচ্ছে। বাঙলী চিরকালই মিসকিন ফকিন্নির জাত, হাজার কোটি টাকা চলে যায়, কিছুই না বুঝে এরা ৫ কোটির পেছনে ছোটে।
আমাদের সাংবাদীক ভাইদের সমৃদ্ধ আইসিটি জ্ঞানের বহর দেখে আশ্চর্য না হয়ে পারি না। এরা একে বারে বকলম - শোনেন সৌমেন আইসিএ্যাক্স লাইসেন্স পেয়েছে যার মানে হলো ইন্টার কেনেক্টিং এ্যাক্সচেইঞ্জ বা এমন কিছু। কিন্তু কাজটা আপনার আমার খুব পরিচিত।আপনি কখনও ভেবেছেন, আপনার গ্রামীনফোনের নম্বরে যখন আপনার বন্ধুর বাংলালিংকের নম্বর থেকে কল আসে, তা কিভাবে আইলো ? বাংলালিংক আর গ্রামীনফোনের টাওয়ার তো আলাদা আলাদা!আন্তঅপারেটরের মোবাইল কল হ্যান্ডেল করার জন্য থার্ড আরেক ধরনের এ্যাক্সচেইঞ্জ স্থাপনের লাইসেন্স দেয়া হয়।যারের কাজ এক অপারেটরের কল রাউট করে অন্য অপারেটরে সংযোগ দেয়া। বিনিময়ে সামান্য হারে রেভিনিউ শেয়ার করা।গত বছরের এই মার্কেট ছিল ১১০০ কোটি টাকা। পাঁচ বছরের মধ্যে ডিজিটাল বাংলাদেশে এর পরিমান হবে ১০ হাজার কোটি টাকা।অথচ এই বিপুল মার্কেট এতদিন বিটিসিএল সহ ৩ টি আইসিএ্যাক্স কোম্পানী লুটেপুটে খাচ্ছিল, যা এখন ২৪ টি আইসিএ্যাক্স অপারেট করবে।অথচ সাংবাদীক ভাইবোনেরা বলছে নতুন ২১টি আইসিএ্যাক্স লাইসেন্স দিয়ে মন্ত্রনালয় মহাভুল করেছে।আরে বেহল, ভুল না, সংখ্যা ঠিকই আছে বরং ৬৪ হলে আরও ভালো। তবে এই লাইসেন্স দিতে যে ১০০০ কোটি টাকা দুর্নীতি হয়েছে সেখবর বেমালুম চেপে গেলেন। দৌড়ঝাপ দিলেন সেনগুপ্ত টেলিকম ৫ কোটি কই পাইলো তা নিয়ে দুইদিন প্রধান শিরোনাম করলেন।সাধে বলে মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু উত্তম।
আজ পর্যন্ত আমাদের সাংবাদীক ভাইদের রির্পোটে আইসিটি জ্ঞান দেখে টাসকি খাইনাই তেমন একটাও পাই নাই। আরও অনেক মজার মজার রিপোর্ট আছে, পর কখনও আবার শেয়ার করবো। যাহউক এদের এই অজ্ঞতার জন্য শত বা হাজার কোটি না লক্ষ-হাজার কোটি টাকার বাতাস নিয়ে কত ব্যবসাই না করে নিচ্ছে আপনাদের কম্পিউটার বিজ্ঞানীরা, যেমন আগামী সেপ্টেম্বরেই হতে যাচ্ছে থ্রীজি অকশন যার ডাক শুরুই হবে ৬০ হাজার কোটি টাকা থেকে - আর জনগণও খাবে সেইম সাইজের বাঁশ।
লেখকের অন্য আর একটি লেখাঃ সাগর রুনি কি তাহলে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল -একটি অকার্যকর দেশের গল্প
সূত্রঃ Digital Bangladesh Warriors
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:৫১