ইদানিং ব্লগে কিছু ছাগল বের হইছে বোঝে না তো কিছুই। শুধু এ লীগ সে দল করে। কাজের কিন্তু কিছুই করে না। সহজ একটা সাবজেক্ট পাইছে এটা নিয়ে নাচানাচি। নিজের চরকায় তেল না দিয়ে আছে অন্যকে নিয়ে। যত্তগুলো নাচানাচি করতেছে এদের জিজ্ঞেস করে দেখেন যে, নিজের হয়ে দেশের জন্য কি করছে? ইভটিজিং ফিরাইছে? অন্যায়কে দেখে প্রতিবাদ করছে? অসহায় রাস্তার কোন অবহেলিত মানুষকে ছুঁয়ে দেখেছে? গরিব কোন মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিয়েছে? তাহলে এ লোকগুলো কেন দেশ দেশ করে। ঘরের এক কোণে বসে থাকুন। কোণা থেকে থেকে বের হয়ে নিজেকে নেতা বোঝানোর দরকার নেই। যদি এতই আলোচনা করতে হচ্ছে করে। দয়া করে সমস্যাগুলো নিয়ে আলোচনা-সমালোচনা করে।
৭১'র ঘাতকদের অবশ্যই বিচার হবে। হওয়া উচিত। কিন্তু আপনারা এতো লাফালাফি করেন কেন? সবাই তো আর যুদ্ধাপরাধী নয়। সঠিক প্রমাণের ভিত্তিতেই এর বিচার হবে।
কিন্তু কিছু ব্লগার আছেন অযৌক্তিক বিষয় নিয়ে নিজেরা নিজেরা মেতে আছেন। নিজে দেশের জন্য দেশের মানুষের জন্য কি করেছেন? তা দেখান মানুষকে।
যার যার ধর্ম তাকে পালন করতে দিন দয়া করে। এতে যদি কারো দ্বিমত থাকে। তাহলে আপনাদের মতো দ্বিমতধারী নিজেরা কেউকে খুঁজে নিয়ে আলোচনা করুন। আমার মনে হয় এতে আপনাদের উপর আল্লাহর হেদায়েন নাযিল হবে।
দেশ একা স্বাধীন হয় নাই। যখন যুদ্ধ হয় এ দেশ আমার, তোমার এ ধরনের কোন উক্তির প্রচলন ছিল না। মনে রাখবেন এ দেশের জন্য অনেক মানুষ রক্ত দিয়েছে। অনেক কষ্টে অর্জিত এ দেশ।
অন্যের সমালোচনা না করে। ভুলগুলো ধরিয়ে দেয়ার চেষ্টা করুন। প্লিজ।