তারপর থেকে এ মাসের এগার তারিখ পর্যন্ত টানা এই দীর্ঘ সময় আমার সাধ্যমত উপমাকে নিয়ে দেশের প্রায় সব কয়টি সেরা হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। এনআইসিভিডি, মিরপুর হার্ট ফাউন্ডেশন, ল্যাব এইড, এ্যাপোলোসহ দেশের নামকরা হার্ট স্পেশালিস্ট উপমাকে দেখেছে। এবছর ফেব্রুয়ারির ২০ তারিখে আমেরিকার ভিজিটর কনসালটেন্টরা অপারেশনের দিন-তারিখ দিয়েও পরে অপারেশন হয়নি। ওর দুটি বাল্বই ক্ষতিগ্রস্ত। যেটি রিপেয়ার করা যাবে সেটির জন্য ডাক্তাররা আরো সময় নিচ্ছেন। অন্যটি রিপ্লেস করতে হবে। সেই সাথে চলছে একের পর এক পরীক্ষা-নিরীক্ষা আর উন্নতমানের ওষুধ। এখন ওর অবস্থা অনেকটা স্টাবল।
গত বছর যে উদ্দীপনা নিয়ে আমি ঢাকার এমাথা-ওমাথা উপমাকে নিয়ে ছুটোছুটি করে বেড়িয়েছি, ঠিক সেই পরিমান ছোটাছুটি করার সময়, স্ট্যামিনা এবং এফোর্ট এখন দিতে পারছি না। আমার নিজের চাকরি, সংসার, পরিবারের দাবি-আব্দার সামলে আমি সেইভাবে সময় দিতে পারছিলাম না। তাছাড়া ডাক্তারদের "ট্যুইস্ট" দেখে দেখে ক্লান্ত হয়ে গেছি।
তাই এমাসের প্রথম সপ্তাহে ঠিক করলাম গত দেড় বছর কিস্ততে কিস্তিতে ওর পেছনে যে টাকা খরচ হয়েছে, তা বাদে এখন যা বেঁচে আছে সেই টাকাগুলো ওর মায়ের একাউন্টে দিয়ে দেব। সে মতো গত এগার তারিখে পাবলিক লাইব্রেরির সামনে কয়েকজন সহব্লগার ডেকে উপমার বাবা-মা'র হাতে সর্বশেষ ব্যালান্স টাকার পে- অর্ডারটি তুলে দেয়া হয়েছে। যেটি উপমার মায়ের অগ্রণী ব্যাংকের এ্যাকাউন্টে জমা করা হয়েছে।
এই মেয়েটিকে বাঁচিয়ে তোলার জন্য দেশ-বিদেশের যে বন্ধুরা তাদের কষ্টার্জিত উপার্জনের একটা অংশ দান করেছেন, যারা এই ক্যাম্পেইনে গায়ে-গতরে খেটেছেন, ব্লগের অধিকর্তাদের নিরলস সমর্থন, পোস্ট স্টিকি করণ, তরুণ ব্লগারদের ছোট ছোট অংকের টাকা সংগ্রহ করা, দিনের পর দিন আমার পাশে থেকে যারা সহমর্মীতা জানিয়েছেন, আমাকে সাহস যুগিয়েছেন যারা, আর যারা নেপথ্যে থেকেও এই মহৎ কাজে সাহায্য করেছেন সেই সব সহব্লগার, ব্লগের অধিকর্তা, অন্য ব্লগের বন্ধু, ব্লগের বাইরের বন্ধুসহ সবার প্রতি আমার এবং উপমার পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাবনত কৃতজ্ঞতা। আপনারা প্রমান করেছেন-আমরাও পারি অন্ধ জনে আলো দিতে........
...............................................................................................
২৬ ফেব্রুয়ারি পর্যন্ত একাউন্টে স্থিতি টাকা ------------------ ২,৭৫,০০০/-
৩১.০৩.১০ তারিখে দেয়া........................................... ৩,০০০/-
০৬.০৫.১০ তারিখে দেয়া.......................................... ৫,০০০/-
৩০.০৬.১০ তারিখে দেয়া.......................................... ৪,০০০/-
০৪.০৮.১০ তারিখে দেয়া.......................................... ৫,০০০/-
০৮.০৮.১০ তারিখে দেয়া.......................................... ৩০,০০০-
___________________________________________
একাউন্ট স্থিতি....................................................... ২,২৮,০০০/-
একাউন্ট ক্লোজ করার আগে ইন্টারেস্ট জমা...................... ৬,০০০/-
___________________________________________
একাউন্ট নিট ব্যালান্স.......................................টাকা: ২,৩৪,০০০/-
১১.০৮.১০ তারিখে পে-অর্ডার হস্তান্তর....................টাকা: ২,৩৪,০০০/-
___________________________________________
উপমার টাকা ছিল এই একাউন্টে:
105-101-142123
Dutch-Bangla Bank Limited
Motijheel Foreign Exchange Branch
এখন পে-অর্ডার জমা হয়েছে এই একাউন্টে:
Eyasmin
A/C No. 2934542
Agrani Bank Ltd.
Agamasi Lane Branch
Dhaka.q
উপমার এর আগের আপডেট এর পোস্ট