গত ২৩ নভেম্বরের পর এ বিষয়ে আর আপডেট দিতে পারিনি। ধারাবাহিক ক্লান্তিকর চিকিৎসা চলছিল। এর মধ্যে তেমন কোন অগ্রগতি বা অবনতি কোনটিই হয়নি বলে আপডেট দেওয়ার কাজটা পিছিয়ে পড়েছে। তার উপর নিজের কিছু কিছু ব্যস্ততাও ছিল।
উপমার চিকিৎসা চলছিল ডা.সুমন নাজমুল হোসাইন এর কাছে। তার সাথে আগেই কথা হয়েছিল এনআইসিভিডি তে বছরে একবার আমেরিকা থেকে একটা ডাক্তারদের টিম আসে। তারা এনআইসিভিডি তে দিন পনের থেকে অনেকগুলো অপারেশন করে। বাংলাদেশের ডাক্তাররা শুধু ভাল্ব রিপ্লেস করতে পারেন, রিপেয়ার করতে পারেন না। এই আমেরিকার টিম এসে কিছু রিপেয়ারের কাজ করে।
ওদের আসার সময় হয়ে এলে উপমাকে ভর্তি করানোর জন্য ২০ ফেব্রুয়ারি এনআইসিভিডি তে নেওয়া হয়। ওই দিন ডা: কাজী আবুল হাসান তাকে দেখে দশম বারের মত ইকো টেস্ট করতে বলেন। কথা মত টেস্ট রিপোর্ট নিয়ে ২৫ ফেব্রুয়ারি সকাল ৯ টায় তাকে দেখানো হয়। ইতিমধ্যে আমেরিকার সেই টিম এসেছে ২০ তারিখে। ২৫ তারিখ উপমাকে এনআইসিভিডি তে ভর্তি করানো হয়। দুপুরের পর সেই টিম এবং এবিএম সালাম, কাজী আবুল হাসান সহ আবারো ইকো করান। বিকেল ৪ টা পর্যন্ত বোর্ড মত বসিয়ে তারা সিদ্ধান্ত দেন- এখন অপারেশন করলেও তিন মাস পর আবার একটা অপারেশন করাতে হবে! আমাদের সিদ্ধান্ত কি জানতে চাইলে আমরা জানাই "আপনারা যা ভাল মনে করেন"। এর পর সিদ্ধান্ত আসে- তিন মাস পর আবার দেখা করুন। ততদিন নতুন দেওয়া ওষুধ চলবে। আবার ফিরে এলাম। এখন তাদের দেওয়া নির্দেশ অনুযায়ী ওষুধ চলছে।
গত আপডেট পর্যন্ত একাউন্টের স্থিতি ছিলঃ..................... ৩,১৭,০০০/-
১৯.১০.২০০৯ চিকিৎসা বাবদ দেওয়া হয়েছে.................... ৫,০০০/-
২৬.১১.২০০৯......................................................... ২,০০০/-
০৪.০১.২০১০......................................................... ৩,০০০/-
২৮.০১.২০১০......................................................... ৩,০০০/-
০৭.০২.২০১০......................................................... ৫,০০০/-
২৫.০২.২০১০......................................................... ৪,০০০/-
__________________________________________
স্থিতি------------------------------------------------------ ২,৯৫,০০০/-
৩১.১২.২০০৯ তারিখে একজনের টাকা ফেরৎ দেওয়া হয়েছে.. ২০,০০০/-***
___________________________________________
একাউন্টে বর্তমান স্থিতি টাকা ---------------------------- ২,৭৫,০০০/-
উপমার একাউন্ট নং 105-101-142123
Dutch-Bangla Bank Limited
Motijheel Foreign Exchange Branch
*** অনিবার্য কারণে যাকে ২০ হাজার টাকা ফেরৎ দেওয়া হয়েছে গ্রহণের সময় যেহেতু তার নাম বলা হয়নি তাই ফেরতের সময়ও তার নাম বলা হচ্ছে না।