Blog এ কেমন ল্যাখে এইডাও জানতাম না, ভালা কইরা লিখতেও জানি না। তয় পড়তে দারুন লাগত এখনও লাগে। এর মইধ্যে আমার সব থাইক্যা ভালো লাগে সাদিক ভাইয়ের ধর্মান্ধরা মুড়ি খাও বিভাগটা, আহা!!! কি সোন্দর কইরা ল্যাখেন তিনি যেন ছোলা, পেঁয়াজু আর জিলাপী দিয়া মাখানো মুড়ি। আসেন সব্বাই একলগে ধর্মান্ধগো লাইগ্যা মুড়ি মাখাই আর সাদিক ভাইয়ের লাইগ্যা দোয়া করি।
তয় সাদিক ভাই, একখান কথা জিগাই; যারা ধমের্ র সোন্দর দিক গুলারে বিকৃত কইরা ধমর্ রে গাইল পারে আর প্রগতিশীল(!!!!) বিবৃতি দেয় তারা কি ধর্মান্ধ না??? নাকি ঞ্জানপাপী??????
বিঃদ্্রঃ ছবিটা ইথার হইতে নেওয়া পোষ্টের লগে যার কোনো মিল নাই। কেউ মিল পাইলেও আমার দোষ নাই
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০