অবশেষে জানলাম এতদিন পর
কবে যেন
বদলে দিয়েছিল
চোখের ভেতরে আমার
আলো ধরার সব রিসেপ্টর।
তোমাদের মত দেখিনা কিছুই
আমার চোখে আসে শুধু
এক্সরের চেয়ে সুক্ষ
এক আলোর স্তর
যেভাবে দেখি আমি গাছ পালা, চেয়ার টেবিল
বহুতল ভবন, মাঠ, বাজার, বিলবোর্ড, বই পেন্সিল
সবাই নাকি তাই দেখে অন্যরকম
সাত রঙের অজস্র অনুপাতের অপূর্ব মিশ্রন
নীলাকাশ, সাদা মেঘ, লাল ফুল,
আমার কাছে সব কিছু ভিন্ন রকম
নরম আলোর অন্ধকারহীন এক মায়াবী ভূবন।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৭