১. আর ক'টা দিন
আপাতত ক'টা দিন কষ্ট হলেও আমাকে তোমার বুকের দেয়ালে ঝুলে থাকতে দাও
প্রস্থানের পর লোক দেখাতে
শোক দেখাতে
আমার ছবি অযথা ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখার দরকার নেই।
২.বেশ্যার নোংরা শাড়ি
তুমি শরীর বেচেছো জলের বিকালে, প্রেমের খামে।
সে শরীর বেচেছে বাজারদরে টাকার দামে।
দুজনই বেচেছো।
সে বেছে নিয়েছে লাল পেটিকোট
অভিযোগ- ভাল লাগে নাই আমারে?
তুমি ব্যবহার করেছ হাসির ফসিল
অভিযোগ- ভালো বাসছো না ক্যানো আর?
তোমার হৃদয় বরাবর আমার পরিশ্রান্ত আবেদন
মুখ থেকে অন্তত ১ বার চটুল হাসি খুলে
বেশ্যার লাল শাড়িটা পরে নিও
পারিশ্রমিক দিয়ে হলেও কাল দুপুরে আমরা ভালো বাসাবাসি করবো।
৩. প্রেমের সাথে বারবার
সাক্ষাতের ব্যাপারটা আমি আজও সংজ্ঞাবদ্ধ করতে পারি নি। প্রেমের সাথে বারবারই আমার দেখা হয় উৎসবপূর্ব আয়োজনে,চিকেন ফ্রাইয়ের টেবিলে,সাজানো দোকানপাটে। প্রেম প্রতিবারই নিজেকে খেলো করে আমার চেতনায় এক একটা দীর্ঘশ্বাসের জন্ম দিয়ে হেঁটে যায়। ঘটনারই কী কাকতালীয় মেলবন্ধন প্রেমের সাথে বারবারই আমার দেখা হয়ে যায় ডটেড কনডমের মোড়কে, সমকামী প্রৌঢ়ার শরীরে, রাতে।
অথচ নিসঙ্গ বিকালের আবছা করিডোরে যখন দাঁড়িয়ে থাকি পৃথিবীতে আমার অবশিষ্ট মেয়াদকাল জানতে এবং নির্দ্বিধায় জানি আমার অপেক্ষায় মাটিতে জেগে আছে কোটি কোটি কালো পোকা, নড়াচড়া করে, তখন আমার আশেপাশে কোনো প্রণয়ীর অস্তিত্ব পাই না। সান্ধ্য তারা ঝরা ভীষণ ভারী একটা বেগুণি আকাশ মাথায় নিয়ে যখন আশৈশব প্রিয়মুখকে চূড়ান্ত বিদায় জানাতে দাঁড়াই তখন কাছেধারেও কোনো প্রণয়ীর সুঘ্রাণ পাই না।
এখানে কেউ কারো রাগমোচনের অপেক্ষা করে না। আর ফিরে যায় সবটুকু কথা ফুরোবার আগেই।
আর প্রেমের সাথে বারবারই আমার সাক্ষাৎ হবে এক্সট্রা বিল দেবার সময়, অথবা খোলসে মোড়ানো যৌনতায়।
আর তাই সঙ্গম শেষে ক'জনার লাশ পড়লো
নাকি শবসঙ্গমে লিপ্ত আছি উদাসীন তামাক
এসব প্রশ্ন না করাই ভালো।
এ বুকের আসনে কারো স্থায়ী ঠাঁই নেই।
কোনো প্রেমিকের।
কোনো প্রেমিকার।
কোনো প্রেম বিদায়কালে আমাকে ফিসফিস বলবে না, এ জগৎই শেষ নয় প্রিয়,
10011110101001001
এ হচ্ছি আমি
অন্য প্রান্তে আমায় খুঁজে নিও।
৪.লাশের শরীর
আমি আমার শরীরে মৃত্যু টের পাই।
শাদা মানুষের ভেতর বসবাসকারি ১টা কালো অশরীরির।
চুম্বনের সময় ঠোঁটে স্বাদ পাই বিষাক্ত নীল ভাঙা ফেনার।
এমন কি আমাদের রাগমোচনের সময় আমি হয়ে যাচ্ছি ক্রমে তৃতীয় ব্যক্তি
তুমি কি দ্যাখো না সময়ের ক্ষতগুলো আমার বক্ষভেদ করে তৈরি করেছে কী এক দূর্বার টানেল, অন্ধকার?
টেনে নিয়েছে সব,
গিলে খেয়েছে সব,
একদিন তুমিও ফুরোবে
তোমাকেও গিলে ফেলবে সর্বগ্রাসী কালো টানেল।
এই ভয়ে তোমাকে রাখি দূরে
তুমি অত কাছে আসো ক্যানো!
৫. পারিভাষিক শব্দ
যে কোনো প্রেমের পাঠেই পারিভাষিক শব্দ শেখাটা জরুরি, না হলে, আঘাত কি শিহরণ কোনোটার ধারই ধরতে পারে না অপরপক্ষ।
যখন বললে, কিচ্ছু না তো।
তখন বললে, সবকিছুই।
তুমি বললে, যাই।
তুমি বলে গেলে, ধরে রাখো।
৬. ছবিতে
ছাই জেনেছিস, আমিও ১টা প্রচন্ড হিংসুক
যখন দেখি তোর ছবিতে অন্য কারো মুখ।
হাত ধরেছিস সস্তা হাসি ভরা গালের পাশ
অমন হতে আমিও পারি, যদি তা তুই চাস।
জিগেস করি, ক্যামন ক্যামন কথা তোদের হয়?
বিষয় জানলে আমিও শিখে ফেলবো তা নিশ্চয়!
হেসে বললি কিছুই তো না, এই কথা সেই কথা,
তখন বুঝি তোর ছবিতে আমিটাই অযথা।
তোকে ঠিক ওখানে মানায়, সুখের পাশাপাশি
তাই তো এখন থাকছি দূরে, ভালোই যখন বাসি।
চাইলে ফিরেও আসতে পারিস ঘেন্না ধরে গেলে,
এই ক'টা দিন কাটলো না হয় ছায়ার সাথে খেলে!
৭. . মধ্যরাত্রিকালীন কথোপকথন
আগুন ১
(চিক্কুর)
-জাগো! জাগো!
জাইগা ভাগো!
আগুন ২
(ফিসফিস)
-জাগো! জাগো!
-উহ মাগো!
৮. প্রেতসর্বস্বতা
ভালো লাগছে তোমার চুম্বন রক্তাক্ত ঠোঁট
ভালো লাগবে তোমার গলায় জবাই এর বুদবুদ।
উৎসর্গ :
হুমায়ুন আজাদের 'তুমি সোনা আর গাধা করো'