সতর্কীকরণ
এ হাত ধোরো না তুমি।
এ হাত শরীরের অধিক।
শবচ্ছেদী গন্ধলাগা এই হাত।
এ হাত ধরলে তুমি কী পাবে?!
সতর্কীকরণ
প্রতিশোধসন্ধানী এই হাত
লুসিফার যাদের সভায় ডেকেছিলো
এ হাত সঙ্গম চিহ্ন এঁকে
বলেছে বারবার, "তুমি প্রভু হে! তুমি প্রভু হে!"
সতর্কীকরণ
এ হাত-
প্রতারণায় অশ্রু মুছেছে যার তার।
কামহীন ঘুরে এসেছে অন্যের অপ্রবেশ্য অঞ্চল।
অসহায় গালে বসিয়েছে ক্ষমতার প্রমাণ।
তাচ্ছিল্যে ছুঁড়েছে টিকে থাকবার দাম।
একদম ধোরো না এ হাত
তোমার সততার চুনকাম খসে যাবে।
সতর্কীকরণ
দূরবর্তী নক্ষত্রপ্রেমীর প্রতি সতর্কীকরণ
যেভাবে তাকিয়েছো
যেভাবে আগলেছো
দূরত্বের মুগ্ধতায়
শবলিপ্সু শববাহকের এই হাত
অশ্রুসঘন হয়ে ফাঙ্গাস ধরেছে বারবার।
ক্লান্তির এ হাত সময়ের অধিক
তাকে তুমি কী দিয়ে জড়াবে?!