আমি বড় সৌভাগ্যবান মানুষ। কেমন আছি- কেউ জিজ্ঞেস করলে খুব সহজেই বলি, উত্তম আছি। আসলেই বেশিরভাগ সময় উত্তম আর ভালো থাকি আমি। এ অস্থিরতার যুগে সবসময় উত্তম থাকা যেনো তেনো ব্যাপার না। সেটা আমি পারি।
মাঝে মধ্যে সামু কর্তৃপক্ষের কিছু কিছু আচরন আমাকে পোড়ায়। ব্লগাররা নিজেদের বাড়ি মনে করে সামুকে। সে কারনে অনেক বন্ধু অভিমান করে সামুতে ঢু মারা ছেড়ে দিয়েছে। ওদের সাথে কথা হয় আমার, ফোনে, মেইলে বা অন্য কোথাও...। ওদের খুব মিস করি সামুতে।
সামুর চেয়ে বছর দেড়েকের ছোট আমি। স্বনামেই লিখি আমি। একটা নিক ছিলো। অনেকদিন সেটা আর খোলা হয়না। হয়তো আর হবেও না। আমি কৃতজ্ঞ সামুর প্রতি। আমার পুরোনো অনেক লেখিয়ে বন্ধুদের সাথে সামুতে আবার নতুন করে দেখা হয়েছে আমার। পেয়েছি নতুন অনেকগুলো ভালো মানুষের দেখা। এক জীবনে আর কী চাই, চাওয়ার থাকতে পারে ? অনেক বন্ধুরা আমাকে ঈর্ষা করে, আড়াই বছরে একবারও ওয়াচ/জেনারেল/ব্যান না খেয়ে টিকে থাকার কারনে। আমি হাসি। সারাক্ষণ, সব্বাইকে নিয়ে আনন্দে থাকতে মন চায় আমার। আমাদের একটাইতো জীবন। কত ছোট।
আজ সামুর জন্মদিন উপলক্ষ্যে কামনা, সামু বেঁচে থাক তার স্ব-মহিমায়। পেছনের মানুষগুলো আরো নিরলস কাজ করে যাক এর উত্তোরোত্তর সমৃদ্ধির জন্য। ব্লগার যাদের মধ্যে ক্ষোভ, অভিমান আছে, যারা আমাদের ছেড়েছেন- তারা ফিরে আসুক। এ জন্য যেনো সামু কর্তৃপক্ষ উদ্যোগ নেন...। আমি অনেক বছর পরও নাতি-নাতনীদের যেনো বলতে পারি--- জানিস, একদিন আমিও সামুতে ছিলাম। আসলে-
মোর নাম এই বলে খ্যাত হোক
আমি তোমাদেরই লোক...
(মন্তব্যটা বেশি বড় হয়ে যাওয়াতে পোস্ট আকারে দিয়ে দিলাম)