ঘটনা খুলে বলি ,আমার সাথে একজন এর সমস্যা হইছে ধরলাম তার নাম সুমন ।তো
সুমন আমার কিছু দোষ আমাকে না বলে আমার বন্ধুকে বলছে ,কিন্তু মজার ব্যাপার হল
সুমন জানে না যে আমার কথা যাকে বলছে সে আমার বন্ধু ,
এখন সমস্যা হল ,আমি যখন আমার বন্ধুকে বললাম ,আমার এই সমস্যা হচ্ছে তখন ও বলে ,আমি শুনছি এইগুলা সুমন এর কাছ থেকে (যার সাথে আমার সমস্যা)
মনটা বিল্লা হইয়া গেল ,ও রে কইলাম আমারে আগে কইলি না কেন ?
যে
সুমন তোকে এই কথা কইছে ?
ও আমারে কয় তুই তো কইতাছছ সমস্যা সমাধান করবি তাই ।
বলেন তো কেমন লাগে ।রাগারাগি করলাম বন্ধুর সাথে ,যে আমাকে আগে কেন বললনা ।
আমার রাগ করাটা কী ঠিক আছে ।নাকি মিটমাট করা দরকার ?
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০৫