স্পেশাল এডিটর : পচামিয়া
২২.০৫.২০১১
অবশেষে বিয়ে করতে রাজি হলেন সাহারা খাতুন । সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দৈনিক পচাশুটকির সাথে এক বিশেষ সাক্ষাৎকারে এ ব্যাপারটার সত্যতা নিশ্চিত করেছেন তিনি স্বয়ং । তিনি মুচকি হেসে মুখ লাল করে বলেন মানুষের বিয়ে করার যেমন নির্দিষ্ট কোন বয়স নেই তেমনি প্রেমে পরার কোন বয়স নেই । তিনি এর সাথে আরও যোগ করেন বঙ্গবন্ধুও বিয়ে করেছিলেন । তিনি তার আদর্শ থেকে বিচ্যুত হবেন না । তার সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নই আমার একমাত্র লক্ষ্য ।
সাহারা খালা বিয়ের সাথে বঙ্গবন্ধুর স্বপ্নের কি সম্পর্ক ।
দেখুন বঙ্গবন্ধু তার নিজের দুই ছেলেকে বিয়ে দিয়েছিলেন । আমাদের জননেত্রীও বিয়ে করেছিলেন । আমি কখনও নিজের পথে হাটি না । বঙ্গবন্ধু ও জননেত্রী দেখানো পথই আমার পথ ।
সাহারা খালা দেশের আইনসৃংখলার এখনও তো অবনতি হচ্ছে...............দেখুন দেশের আইনসৃংখলা এখন আগের চেয়ে অনেক ভাল । আমি যেভাবে দেশ পরিচালনা করছি তাতে দেশে শুধু আইনের শাসন রয়েছে । যুক্তরাষ্ট্রের মত উন্নত দেশগুলোর জন্য দৃষ্টিস্থাপন করেছি আমরা । শিঘ্রই এ ব্যাপারে শেখ হাসিনা একটি ডক্ট্ররেট ডিগ্রি পাবেন বলে আমার স্বপ্ন ।
বিয়ের পরে আপনি কি সংসারি হবেন নাকি স্বামি সন্তান নিয়ে দেশ পরিচালনায় আত্তনিয়োগ করবেন ।
দেখুন কেউ আইনের উর্ধে নয় । স্বামি সংসার এসব আসবে যাবে কিন্তু দেশের জন্য উন্নয়নের এমন সুযোগ আর পাব না । এবারের সংগ্রাম দেশকে আইনের উর্ধে নিয়ে যাওয়ার সংগ্রাম এবারের সংগ্রাম ছাত্রলিগের উন্নয়নের সংগ্রাম । আমরা দেশকে ডিজিটাল ভারত oh sorry বাংলাদেশ বানিয়ে ছাড়ব ইনশল্লাহ ।
ম্যাডাম আপনার বিয়ে নিয়ে অনেকে অপপ্রচার চালাচ্ছেন বলে মিডিয়াতে এসেছে ।
এ ব্যাপারে তিনি তার লাঠি উঠিয়ে বলেন এটা যুদ্ধঅপরাধিদের বাচানোর জন্য বিরোধিদলের এটা ষড়যন্ত্র ।
দৈনিক পচাশুটকিতে প্রকাশিত সকল ঘটনা ও চরিত্র কাল্পনিক । কারো সঙ্গে মিলে গেলে তা নিতান্তই কাকতালিয় । এর জন্য পচাশুটকি দায়ি থাকিবে না ।