প্রথমেই বলে রাখি- আমি কোন প্রফেশনাল অডিও ও ভিডিও এডিটর নই। জাষ্ট শখের বশে যা করলাম তাই শেয়ার করলাম। WAVPAD এবং Ulead Video Studio দুটি সফটওয়ার দ্বারাই অত্যন্ত সুন্দর অডিও এবং ভিডিও এডিটিং করা যায়। যার জন্য কোন টিউটরের প্রয়োজন হয়না। আমি খামখেয়ালী করতে করতে একটি কবিতা আবৃত্তি করেছিলাম। পরে রেকর্ড করা একটি আবৃত্তিটিকে প্রথমে WAVPAD ও পরে Ulead Video Studio সফটওয়ার দিয়ে এডিট করেছি। পরিবর্তন দেখে আমি নিজেও মুগ্ধ। মনে হলো সকলেইতো সাধারন মানের আবৃত্তিকার হতে পারে। আবৃত্তিগুলি শুনে দেখতে পারেন।
নিচের এটি নজরুলের সাম্যবাদী কবিতার ডাউনলোড লিঙ্ক: মাত্র ৬৮২ কি: বাইট কবিতাটির ডাউনলোড লিঙ্ক :
তাছাড়া আমার আবৃত্তি করা আরো কয়টি কবিতা:
বাংলা ছাড়ো" কবিতার ডাউনলোড অথবা শোনার লিঙ্ক: ৪৮২ কে:বি:
কবর: জসিম উদ্দিন এর বিখ্যাত কবিতাটির ডাউনলোড অথবা শোনার লিন্ক এই কবিতাটির 'আমার রেকর্ড' অরিজিনাল সাউন্ড অবশ্য ৯ মেগাবাইটের মত- কিন্তু বড় ফাইল ডাউনলোড করতে সমস্য তাই কনভার্ট করে দিলাম এতে অবশ্য সাউন্ড কিছুটা নিম্ন মানের হয়েছে। তবু আশা করি ভাল লাগবে। যা মাত্র ১৭৪৪ কি: বাইট।
সুকান্ত ভট্টাচার্যের "ছাড়পত্র" কবিতাটির লিন্ক: মাত্র ২৮৫ কিলোবাইট
কাজী নজরুল ইসলামের-বিদ্রোহী-কবিতাটির আবৃত্তিকে কনভার্ট করে ২১০৪ কি: বাইটের ডাউনলোড অথবা শোনার লিঙ্ক: এই খানে-
WAVPAD সফটওয়ারটির কমান্ড সিষ্টেমও প্রায় এম.এস ওয়ার্ডের মত যেমন :
১. কোন অডিও ফাইলকে প্রথমে WAVPAD দিয়ে ওপেন করুন। কন্ট্রোল এবং প্লাস চেপে আপনার ফাইলটিকে বড় করে অত্যন্ত ছোট্ট সাউন্ডকেও সিলেক্ট করতে পারবেন। অতঃপর কন্টোল +এক্স বাটনে= কাট, কন্ট্রোল+ ভি=পেষ্ট, কন্ট্রোল+সি=কপি। ইত্যাদি কাজগুলো মনেহলো অত্যন্ত সহজ। একটু মাথা খাটালেই সহজ ভাবে অডিও এডিট করা যায়।
ফ্রি WAVPAD এর ডাউনলোড লিন্ক : (এই খানে)
Ulead Video Studio সফটওয়ারটি দিয়ে ভিডিও ছাড়াও অডিও এডিট করা যায়।
আগ্রহীরা আরো পড়তে পারেন এই লিন্কে:
How to Edit Recorded Sound?
How to Remove noise from an audio file?
(বিঃ দ্রঃ- দুঃখিত বিস্তারিত লেখার ইচ্ছা থাকলেও ঘন ঘন বিদ্যুত চলে যাওয়ায় সম্ভব হচ্ছেনা।)