ছবিগুলো বর্ষাকালে তোলা , যদি কেউ কবিতা লিখতে চান তাহলে তার জন্য এটা হবে দারুন এক স্থান। খুব সকালের ক্ষীন আলোতে নীলগিরি ধারুন আবেগ দিবে আশা করি । পাহাড়, মেঘ, বৃষ্টি, পাহাড়ি মেয়ে, পাহাড়ি জীবন দেখতে আর ছুতে পারবেন হাত দিয়ে হ্রদয় দিয়ে
বান্দরবানের চিম্বুক পাহাড়ের নীলগিরি যেখানে মেঘের খেলা পাহাড়ের বুকে। যেন মেঘ পাহাড়ের প্রেম মিতালী চলে সারাক্ষন। এখানে আকাশের মেঘ আসবে আপনার পাশে, আপনারর চারদিকে, আপনার হাতের খুব নাগালে। এখানে মেঘ ছোয়া যায় হাত দিয়ে, মুখ দিয়ে, সমস্ত দেহ দিয়ে, হৃদয়ের সমস্ত অনুভূতি দিয়ে
নীলগিরি ছবি ০১
নীলগিরি ছবি ০২
নীলগিরি ছবি ০৩
নীলগিরি ছবি ০৪
নীলগিরি ছবি ০৫
যেতে চাইলে:
ঢাকা থেকে এস আলম বা ইউনিক বাসে করে বান্দরবন।
বান্দরবন শহরে জীপ পাওয়া যায় ভাড়ায়। চিম্বুক পর্বতমালা দিয়ে নীলগিরি ।
পথে পরবে শৈলপ্রভাত, বিভিন্ন আধিবাসী গ্রাম বা পাড়া। বান্ডরবনে আরো আছে স্বর্ন মন্দির, নীলাচল, মেঘলা, সাঙ্গু নদী সহ অনেক চমৎকার স্থান যা ভাল লাগবেই ।
পথে যেতে যেতে সারাক্ষনই মুগ্ধ হবেন।
সকালে থানচি বাসস্টপ থেকেও বাসে চিম্বুক পার হয়ে নীলঘিরি নেমে যেতে হবে। বাসের সংখ্যা খুবই কব এবং টাইম মিলনো দুরহ আর সিট পাওয়া চাদ হাতে পাওয়ার মত তাই জীপ উত্তম যদি বাজেট থাকে ।