এখন চলুন, দেখি ইসলামী শরীয়াহ কি বলে।
প্রথমত, ইসলামী শরীয়াতে এই ধরণের (MULTI-LEVEL MARKETING)MLM হারাম। এই ধরণের স্কীমে জুয়া খেলার প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়াতে প্রতারণা করে মানুষকে অংশগ্রহণ করানো হয় (কারণ তাদেরকে বলা হয় না একটা বিরাট অংশ লাভ থেকে বঞ্চিত হবে) এবং তাদের লোভ দেখানো হয় যে তারা অল্প সময়ের মধ্যে অনেক লাভবান হবে, এক কথায় = জুয়া খেলা।
হে মুমিনগণ, এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য-নির্ধারক শরসমূহ এসব শয়তানের অপবিত্র কার্য বৈ তো নয়। অতএব, এগুলো থেকে বেঁচে থাক-যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও। (সূরা মায়িদাঃ ৯০)
দ্বিতীয়ত, একটি বিরাট জনগোষ্ঠী ক্ষতির সম্মুখীন হবে(অর্থাৎ এরা কোন লাভ পাবে না) যা অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ করার শামিল।
তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না। (সূরা বাকারাঃ ১৮৮)
তৃতীয়ত, রাসূল ﷺ বলেছেনঃ তোমরা কি জান এটি কোন মাস? তারা বললেন, আল্লাহ ও তাঁর রাসূলই ভাল জানেন। তিনি বললেনঃ এটি সম্মানিত মাস। নবী ﷺ বললেনঃ এ মাস, এ শহর, এ দিনটি তোমাদের নিকট যেমন সম্মানিত, তেমনিভাবে আল্লাহ তাআলা তোমাদের জান, তোমাদের সম্পদ ও তোমাদের ইযযত-আবরুকে তোমাদের পরস্পরের জন্যে সম্মানিত করে দিয়েছেন। ( সহীহ বুখারী, সহীহ মুসলিমেও প্রায় একই ধরণের হাদীস রয়েছে)।
এই হাদীসটির মাধ্যমে MLM প্রক্রিয়াটিকে আরো জোড়ালোভাবে নিষেধ করে দেয়। কারণ, এক মুসলিমের সম্পদ অন্য মুসলিমের নিকট ঠিক তেমনি সম্মানিত যেমনটি সম্মানিত জিলহজ্জ্ব মাস, মক্কা নগরী, আরফার দিন। কাজেই অন্য মুসলিমের সম্পদ প্রতারণা করে, ঠকিয়ে নেওয়া হারাম। আর MLM প্রক্রিয়াতে তাই হয়ে থাকে, অন্যের সম্পদ প্রতারণা করে, ঠকিয়ে নেওয়া হয়।
চতুর্থত, এই ধরণের লেনদেন এ হারাম বিষয়টাকে অন্য নাম দিয়ে আকর্ষণীয় করে চালানো হয় যদিও আসল জুয়া খেলার সিস্টেমটাই বলবৎ থাকে। এভাবে স্পষ্ট হারাম কাজকে পরিবর্তন করে অন্য নামে চালিয়ে দেওয়া আল্লাহ ও তাঁর রাসূলের সাথে প্রতারণা করার শামিল।
পঞ্চমত, প্রত্যেক মুসলমানের উচিত সত্য জানা মাত্রই হারাম কাজ থেকে বিরত হওয়া বাস্তবে সেটা তার জন্যে ক্ষতির কারণ হোক না কেন।
“যে কেউ শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যে কোন কিছু পরিত্যাগ করবে, আল্লাহ তাআলা তার চেয়েও উত্তম কিছু দিয়ে তাকে ক্ষতি পুষিয়ে দিবেন।” (আহমদ, সহীহ)
ষষ্ঠত, আরো বিস্তারিত জানতে এই লিংকটি পড়ে দেখুন।
মহান আল্লাহ তাআলার রহমত ও শান্তি রাসূল ও তার পরিবারের উপর, সাহাবীদের উপর এবং কিয়ামত পর্যন্ত যারা তাদের অনুসরণ করবে তাদের উপর অর্পিত হোক। আমীন।
লিঙ্ক এখানে
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৪১