বর্ষবরন উৎসবে রমনা, ঢাবি ও চারুকলা এলাকায় গিয়েছিলাম ছবি তুলতে, সেখানে তোলা কয়েকটি ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। সারাদিনে প্রায় ৮০০ ছবি তুলেছি, তার মধ্যে প্রায় ৫০০ মত ছবি তুলেছি বাবা মায়ের হাত ধরে, কাধে চড়ে, অথবা কোলে উঠে মেলায় আসা পিচ্ছিদের ছবি । শুধু পিচ্ছিদের ছবি নিয়ে আলাদা একটা পোষ্ট দেবার খায়েশ আছে।
১> মেলায় যাইরে
২> উৎসবের রং
৩> আজ সাজছে সবাই
৪> দেশি সাজে বিদেশীনি
৫> একতারা বাজাইরে
৬> দানব
৭> একদিনের বান্গালী সাজ
৮> ঢোল বাজেরে
৯> বাবার কাধে মেলা ভ্রমন
১০> আরো একজন বাবার মাথায়
১১> ইনিতো বাবার পিঠেই ঘুমানোর ব্যাবস্হা করে ফেলেছেন
১২> ডিএসএলআর হাতে এরকম অনেককেই দেখলাম
১৩> সেইরকম পোজ
১৪> বাউল গাইছেন আমেরিকান "কিথ"
১৫> বাবলস
১৬> ভেংচি
১৭> বিচ্ছু ঢোলাক দল
১৮> চারুকলার ভিতরে
১৯> ভরসা হাতপাখা
২০> গরমে মজাদার আখের রস
২১> আহ সে কি কালার
২২> যাইতেই হবে সবাইকে
২৩> বিশ্রাম
২৪> আইসক্রীম খেয়ে বেকায়দায় এক ছোট্টবন্ধু
২৫> আবারও বিদেশীনি
২৬> নিশানা
২৭> এইবার ম্যাডামের নিশানা
২৮> এই ম্যাডামের নিশানা সেইরকম, ১০ টা শুটে ১০ টা ব্যালুন ফুটাইছেন।
২৯> জুয়া
৩০> আবারও জুয়া
৩১> কুলফি বিক্রেতা প্রশান্তি
৩২> বিপদজনক খেলা
৩৩> অনুরোধ করল একটা ছবি তুলতে, তুললাম কিন্তু এই ছবি মনে হয় সে কোনদিনই দেখতে পারবে না
৩৪> নির্মল হাসি
৩৫> সবাই যার যার মত আনন্দ করছে, কিন্তু তারতো আনন্দের কোন উপলক্ষ নাই।
৩৬> কি বলব !
৩৭> বিষন্ন চাহনি
৩৮> সম্মিলিত ভিক্ষাবৃত্তি
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৫৭