যে মাটির বুকে রক্তের হোলি খেলিস সেতো তোদের মা!
কাজ ফুরালেই পাঁজিরে তুই সেকথা জানতাম না।
মঙ্গলের দূত সে যুগে যুগে অমঙ্গলের ক্ষেত্রে যম।
পালাতে পারবি না সময় হলে ফুরাবে তোর দম।
দেশটাকে ভালো না বেসেও দেশপ্রেমিক সাজিস!
মুখের ভাষা মধুর হলেও তোর অন্তর ভরা বিষ।
ভেবেছিলাম বলবো না কিছুই যা খুশি তাই কর।
এখন বলবো মা, মাগো তুই তোর দানব রূপটাই ধর।
সোনার বাংলা যায়রে ভেসে মৌলবাদের চাষ হয়।
এ বাংলা আমার নয়কো চেনা এ বাংলা আমার নয়।
প্রয়োজন হলে রক্ত ঝরুক মুক্ত হোক দেশ মাটি মা।
জীবন থাকতে এদেশের মানুষ কখনও কারো দাসত্ব করবে না।
© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনাকালঃ ১৬ এপ্রিল ২০২৫
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:৪২