কবিতাঃ দহনবেলা
শীত শেষে সূর্যটা কি আরেকটু কাছে এলো?
উষ্ণ স্পর্শের তীব্রতায় আরাম হারাম হলো!
দীঘির জলে কুঁজ বকটি পা ডুবিয়ে রয়
তপ্ত রোদে গাছের পাতাও জলকে যেতে চায়।
ছেলের দল পাতি পুকুরে দাপিয়ে সাঁতার কাটে।
মধ্য মাঠে কৃষাণের মাথায় বুঝিবা খই ফোটে!
তেষ্টাতে প্রাণ ওষ্ঠাগত বেঁচেই... বাকিটুকু পড়ুন
