কবিতাঃ মা
পথের পাশের আস্তাকুঁড়ে হতদরিদ্র এক নারী।
কাতর কণ্ঠে আর্তস্বরে করছেন আহাজারি।
দুহাতে তুলে নিয়ে এলাম পরম মমতায়।
যত্ন শুশ্রূষায় দুদিন বাদে সে নয়ন মেলে চায়।
ছলছল চোখে প্রশ্ন রেখে অবাক চোখে তাকায়!
কি আর আমি বলবো তাকে আসে না ভাবনায়।
নানা চিন্তা ভাবনার মধ্যে কত যে কিছু... বাকিটুকু পড়ুন
