somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। nবিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

আমার পরিসংখ্যান

ইসিয়াক
quote icon
অনেক হলো তো এবার তবে আমি যাই।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

কবিতাঃ দহনবেলা

লিখেছেন ইসিয়াক, ২৮ শে এপ্রিল, ২০২৫ সকাল ৭:০৬



শীত শেষে সূর্যটা কি আরেকটু কাছে এলো?

উষ্ণ স্পর্শের তীব্রতায় আরাম হারাম হলো!

দীঘির জলে কুঁজ বকটি পা ডুবিয়ে রয়

তপ্ত রোদে গাছের পাতাও জলকে যেতে চায়।

ছেলের দল পাতি পুকুরে দাপিয়ে সাঁতার কাটে।

মধ্য মাঠে কৃষাণের মাথায় বুঝিবা খই ফোটে!

তেষ্টাতে প্রাণ ওষ্ঠাগত বেঁচেই... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২০ বার পঠিত     like!

কবিতাঃ দাও সাড়া

লিখেছেন ইসিয়াক, ১৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:২৭



তোমার দেওয়া স্বপ্ন ছবি জমিয়ে রাখি

রাত বিরেতে দরজা খুলে অপেক্ষায় থাকি।

শোন মেয়ে তোমায় আমি ভালোবাসি

বিনিময়ে হাত বাড়ালে তাতেই খুশি।

মগ্ন রাতের নিঃশব্দ প্রহর চমকে তাকায়

আধখোলা চাঁদ হাসতে হাসতে লজ্জা লুকায় ।

ধানের শীষের নরমে জমা শিশির বিন্দু

জমে জমে ক্রমশঃ হতে পারে এক সিন্ধু।

কোন কারণে এখনও... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২৭ বার পঠিত     like!

কবিতাঃ মা মাটি দেশ

লিখেছেন ইসিয়াক, ১৬ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:৪২

যে মাটির বুকে রক্তের হোলি খেলিস সেতো তোদের মা!
কাজ ফুরালেই পাঁজিরে তুই  সেকথা জানতাম না। 

মঙ্গলের দূত সে যুগে যুগে অমঙ্গলের ক্ষেত্রে  যম।
পালাতে পারবি না সময় হলে ফুরাবে তোর দম।

দেশটাকে ভালো না বেসেও দেশপ্রেমিক সাজিস!
মুখের ভাষা মধুর হলেও তোর অন্তর ভরা  বিষ।

ভেবেছিলাম বলবো না কিছুই যা খুশি তাই... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৬৯ বার পঠিত     like!

কবিতাঃ ঈশান কোনে ঝড়

লিখেছেন ইসিয়াক, ১৪ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:০৪


মেঘ গুড়গুড় মেঘ গুড়গুড়

ঈশান কোনে ঝড়।

বাতাস তোড়ে ঘূর্ণিপাকে

ধুলো মাটি খড়।

পাখপাখালি ব্যস্ত চোখে

খুঁজছে আশ্রয়।

বিপদাপন্নর চোখে মুখে

অজানা শঙ্কার ভয়।

কড়কড়াকড় বাজ পড়ছে

আলোর ঝিলিকে।

প্রলয় কান্ড ঘটে চলেছে

বাংলার মুলুকে।

ঘর ছেড়ে সব বেরিয়ে এলো

খোকাখুকুর দল

হল্লা করে ডাকছে আবার

আম কুড়াতে চল।

ঝড়ের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩৬ বার পঠিত     like!

কবিতাঃ আমরা চলেছি

লিখেছেন ইসিয়াক, ১৩ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:০৮


আমরা চলেছি দুজন -দুজনার হাতে হাত রেখে।

ছইএ ঢাকা আদিমতম এক যানবাহনে ।

কাদাখোঁচা এলোমেলো অচিন পথ ধরে ।

চলেছি উদ্দেশ্যহীন -সবুজের বুক চিরে।

দুলছে দ্যোদুল ফসলের মাঠ

নাম না জানা পাখির ডাক

বাতাসে অচেনা শিস।

খাঁ খাঁ প্রান্তরে অদ্ভুত সুন্দর মোলায়েম আবেগী ধ্বনি ।

এ কী মায়াময় আবেশ।

ভালোলাগার... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৩২ বার পঠিত     like!

ঈদের কবিতাঃ গলির ধারের ছেলেটা

লিখেছেন ইসিয়াক, ৩০ শে মার্চ, ২০২৫ রাত ৮:৩৬

ঈদের খুশি ঈদের হাসি,করছি হিসেব কত
ভাবছি বসে আঁকছি ছবি যে যার মনের মতো ।

রঙবাহারি জামা জুতো,নানা ঢঙে চলা
অকারণে হেসে হেসে নানান কথা বলা ।

গলির ধারের সেই ছেলেটি যে সদা বিষন্নময়
হরেক রং এর বাহার দেখে অবাক চেয়ে রয়।

যার জোটেনি একটি কাপড়,পেটে রয়েছে ক্ষুধা
ঈদের এসব হিসাবনিকাশ, জটিলতর এক ধাঁধা ।

তার... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৩৩ বার পঠিত     like!

কবিতাঃ জানতে চাই

লিখেছেন ইসিয়াক, ২৪ শে মার্চ, ২০২৫ সকাল ৭:৫৯


সম্মানিত সুধী,
আমার কিছু প্রশ্ন ছিল।
অনেক দিনের জমানো ব্যথা, ক্ষোভ থেকে
আমার মনে সুনির্দিষ্ট কিছু প্রশ্ন জমেছে।
আজ আমি তার উত্তর জানতে চাই।
জানি কেউ হয়তো দিবে না সেসব প্রশ্নের উত্তর।
তবু আমি আমার আর্জিগুলো পেশ করছি।
বাংলাদেশ একটি রাষ্ট্র
স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।
সেই রাষ্ট্রের নাগরিক হিসাবে
আমার... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৫৯ বার পঠিত     like!

কবিতাঃ বলো নেবে তো আমায়

লিখেছেন ইসিয়াক, ২২ শে মার্চ, ২০২৫ রাত ৯:৫৬



আমার অসুখের খবর শুনেও তুমি এলে না।

এলেই কী ভালোবাসতে বলতাম।

জড়িয়ে ধরে উষ্ণ আলিঙ্গনে রাখতাম?

চাইতাম কি নীল অপরাজিতা ফুল?

এতটা ভয় আমাকে ?

মেয়েরা তো এরম হৃদয়হীন হয় না।

তাই বুঝি নিজেকে দোষ দিয়ে তুমি বলো," আমি ব্যতিক্রম"

তুমি তো জানো

তোমায় চোখের দেখায় আমি বড্ড আরাম... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭৯ বার পঠিত     like!

কবিতাঃ ১৭ই মার্চ ১৯২০

লিখেছেন ইসিয়াক, ১৭ ই মার্চ, ২০২৫ সকাল ৭:৪০


একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।

সেই ছেলেটি জন্মেছিলো টুঙ্গিপাড়া নামে গ্রামে।
তাঁর আগমন যেন মুক্তির বার্তা নিয়ে এলো ধরাধামে।

অন্তরটি তাঁহার বিশাল বড়ো,বুক ভর্তি মায়া,
সব মায়ের চোখে দেখতো সে নিজ মায়ের ছায়া।

দেশের মানুষ মুক্তি চায় ,পায় না'কো কোন দিশা।
ক্রমান্বয়ে তাঁর নির্দেশনায় কাটলো... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৪৯ বার পঠিত     like!

কবিতাঃ দুঃখবিলাস

লিখেছেন ইসিয়াক, ১৪ ই মার্চ, ২০২৫ রাত ৯:৩৪



চাঁদের পাশে শুকতারাটি,আনমোনা আজ কেন ?
মেঘের ছায়ায় তার অভিমান কি আছে লুকানো?

পুব আকাশে উদাস মেঘের আঁকিবুকি খেলা।
নারকেলের ওই পাতার ফাঁকে হাজার রঙের মেলা ।

ঝিরিঝিরি মাতাল হাওয়া বইছে শনশন।
নিঝুম রাতে একলা হতে বড্ড চাইছে মন।

শুনশানশান নীরবতায় ,দীঘির রূপালী জল।
বাতাস খেলে ঢেউয়ের খেলা নেইকো কোলাহল ।

ঝিঁঝিঁ ডাকে ,... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ১০৯ বার পঠিত     like!

একুশে'র কবিতাঃ বিনম্র শ্রদ্ধা

লিখেছেন ইসিয়াক, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৪

ভায়ের রক্তে পেলাম ভাষা
মায়ের শপথে মুক্তি।
বোনের সম্ভ্রমে স্বাধীনতা এলো
একুশ আমার শক্তি।

মনের কথা মনের মতো
করবে বলে প্রকাশ।
বুকের তাজা রক্তে এলো
ছাত্র জনতার ইতিহাস।

সেই ইতিহাসের ধারাবাহিকতায়
ফুল সহযোগে গাই শোক গীতি।
নয়কো করুণা নয়তো দয়া
এটাই শ্রদ্ধা জানাবার রীতি।

একুশ আমার রক্তে রন্ধ্রে
ফেব্রুয়ারী অমর গান।
একুশ আমার চেতনায়
সদা জাগ্রত দীপ্ত প্রাণ।

ভাষা শহীদেরা আমার ভাই ,
ছিলো মায়ের... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     like!

কবিতাঃ প্রাক্তন

লিখেছেন ইসিয়াক, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৪

আচমকা বহুদিন পর!!
তার মত একটা মুখ
আরে? তার মত তো নয়, সেই তো সেই!
অবাক কান্ড!!!
কতদিন হলো
ঘুরে-ফিরে আবার একপাড়াতেই!
কৌতুহলে মনে প্রশ্ন জাগে।
সে কি আমায় চিনবে এখন?
আগের মত কইবে কথা
হাসতে হাসতে লুটাবে আঁচল?
কতদিন হলো ও মুখ দেখিনি
বুকের ক্ষতটা শুকিয়েছে কবেই।
ভীমরতি সব গেছে দুরে
বয়সের ভারে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৬৩ বার পঠিত     like!

কবিতাঃ শুধু আমরাই নেই আর আগের মত

লিখেছেন ইসিয়াক, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫১

স্যোসাল মিডিয়ায় তুমি এখন জনপ্রিয়  ফুড ব্লগার
এই আমি ছোট্ট শহরের  সামান্য কানাই মাস্টার।

তোমার আছে বাড়ি, আছে  গাড়ি বেড়াচ্ছো খাচ্ছো  দেদার
আর এদিকে টিকে থাকবার, নিরন্তর প্রচেষ্টা আমার।

ডিসেম্বর থেকে ফেব্রুয়ারী আমার দারুণ অভাব।
ওদিকে তোমার চির বসন্ত,
প্রতিদিন রসনা বিলাসে রোস্ট বিরিয়ানি অথবা রকমারি তন্দুরি  কাবাব!

একটা সময় ছিল প্রতি মুহুর্তেই
তোমায়... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৮৯ বার পঠিত     like!

কবিতাঃ শব্দ জব্দ

লিখেছেন ইসিয়াক, ২০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৫

হরেক পাখি করছে কুজন
শীত ভাঙা রোদে।
মাছগুলো সব কাটছে সাঁতার
আহ্লাদী আমোদে।

কুঁজ বকটি ঘাপটি মেরে
শিকারের নিশানায়।
এক পায়ে ঠায় দাড়িয়ে
নিবিড় নীরবতায়।

ফুল ও লতার সুবাস মেখে
বাতাস বহে ধীর।
শীত সকালে ঘাস বিছানায়
হীরে সদৃশ নীর।

একটা কিছু শব্দ হঠাৎ
দ্রিম দ্রুম ফটাস।
ফুল পাখি মাছ ছন্দ হারায়
বেজায়... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৬২ বার পঠিত     like!

কবিতাঃ পরিকল্পনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৩

একটা ছেলে একটা মেয়ের পাশে।
শীতের নরম মিষ্টি রোদে
ঘাস বিছানায়
গা ঘেঁষে আলগোছে বসে আছে।
চেনো কি তাদের?
আরে! ওই ছেলেটিই তো আমি।
মেয়েটি?
সেতো- নিঃসন্দেহে তুমি।

ওরা স্বপ্ন বুনছে অনাগত দিনের
কী করে থাকবে আরেকটু ভালো।

কয়টি খোপের বাসা হবে তাদের
কয়টি... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৭৭ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৩৪০৮১৬ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ