সবুজ, কতবার তোর ফোনে চেষ্টা করছি, তোর ফোনে কি সমস্যা? নেটওয়ার্ক নাই নাকি চার্জ নাই?
আমার স্ত্রীর মোবাইলের স্পীকারের একটু যামেলা হয়েছিলো। প্রায়ই কথা শুনা যেত না, খসখসে শব্দ হতো। এতোদিন কোনমতে চালিয়ে নিয়েছিলাম কিন্তু কাল সকালে দেখলাম একেবারেই কথা শুনা যাচ্ছে না। সন্ধ্যায় উত্তরার রাজলক্ষী মার্কেটের ৪ তালায় নিয়ে গেলাম ঠিক করানোর জন্য। রিপেয়ার শপে ফোন নাম্বার পাচার হয় আগে শুনেছিলাম তাই বাসা থেকেই... বাকিটুকু পড়ুন
