
ব্লগার রিয়াল রিফাতের স্বপ্ন
সামহ্যোয়ারইন প্রাথমিক বিদ্যালয়'' হুম অসম্ভবের কিছুই নয় মাত্র ২০ টাকা খরচ করলেই সম্ভব
সামহ্যোয়ারইন প্রাথমিক বিদ্যালয় হ্যা সামু ব্লগে নাকি ব্লগারের সংখ্যা প্রায় ১ লাখের উপরে তাই সবাই যদি ২০ টাকা করে আমার কাছে জমা রাখেন তাহলেই সম্ভব ।সামহ্যোয়ারইন প্রাথমিক বিদ্যালয় বানানো হ্যা ১ লক্ষ ব্লগার যদি মাত্র ২০ টাকা করে জমা করেন তাহলে ২০ লাখ টাকা হয় আর এই ২০ লাখ টাকা দিয়ে গ্রাম গঞ্জে দারুন এবং সুবিশাল এরিয়া নিয়ে খুবই চমৎকার একটি প্রাথমিক বিদ্যালয় বানানো সম্ভব

আর যদি সামহ্যোয়ারইন ব্লগের পক্ষ থেকে কিছু সহায়তা করে তাহলে তো উচ্চ বিদ্যালয় বানানো যাবে । আর এক লক্ষ ব্লগার যদি মানববন্ধ করে তাহলে ১ সপ্তাহে এই প্রাথমিক বিদ্যালয়টি সরকারী করা যাবে

আর যদি ব্লগাররা ২০ টাকার পরিবর্তে ৩০ টাকা করে দেয় । তাহলে আরো ১০ লাখ টাকা বাড়বে আর এই ১০ লাখ টাকা দিয়ে আমি খুবই দুমদাম করে আমার বিয়াটা শেরে ফেলতে পারবো

এক ঢিলে দুই পাখী মারা হয়ে যাবে

কি বলের অসম্ভবের কিছু আছে নাকি ১০সের লাঠি একের বোঝা । আর যদি ১ লাখ মানুষের লাঠি হয় তাহলে কত মানুষের বোঝা হবে বুঝেছেন

। আর শিক্ষক নিয়ে ভাবছে

আরে সামু ব্লগের তো সবাই শিক্ষিত একদিন যদি একজন করে বাচ্চাদের ক্লাস নেয় তাহলে তো বছরে একজনের এক দিনও সামহ্যোয়ারইন প্রাথমিক বিদ্যালয় যাওয়া লাগেনা
এটা একটি ফান পোষ্ট 
তবে ১ লক্ষ ব্লগার ইচ্ছা করলে ১ টি প্রাথমক বিদ্যালয় নয় ৫০ টি প্রাথমিক বিদ্যালয় বানানো সম্ভব । তায় শুধু নির্ভর করে সৎ ইচ্ছার উপর
ব্লগার রিয়াল রিফাতের পোষ্ট থেকেই এই আইডিয়াটা পাইলাম
Click This Link