"এইডা মাইনষের পয়দা না। কুত্তা ুইদা এইডা বাইর হৈছে। এ যা করছে, তাতে এরে জানে বাঁচায়া রাখতে পারি না। একেবারে খুন কইরা ফালাইতে হৈবো। জানে মাইরা ফেলতে হৈবো।"
কথাগুলি এই ব্লগের একজন উদীয়মান প্রখ্যাত ব্লগার শিপু ভাই এর। গত দুই দিন ফোনে কথাবলার সময় উনি আমাকে ব্লগেরই আরেকজন ব্লগার সবাক সম্পর্কে দুই বারই একই কথা উচ্চারণ করেন। শুনে আমি আতংকিত হই, ভীত হই। শুধুমাত্র ব্লগিং করার অপরাধে একজন মানুষকে জানে মেরে ফেলতে হবে? খুন করে ফেলতে হবে লোক ভাড়া করে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মাস খানিক আগে ব্লগার "আমারেদশ পাঠকমেলা" (অনেকে বলেন এর পেছনে জামাত-শিবিরের চ্যালা খোমেনী ইহসান ছিলো) ও "জানালা" (পরিচয় দিয়েছে ছাত্রলীগের রুবেল নামে) নামক দুই নিকের ব্লগীয় ধাওয়া পাল্টা ধাওয়া আমরা দেখেছি। আমার দেশ নামক পত্রিকার পাঠকমেলা নিক থেকে পোস্ট আসে রুবেলকে খুজতে তারা জিগাতলা যাচ্ছে। পরের পোস্টে বলা হয়, এটা করতে গিয়ে আমারদের পাঠকমেলা ১৫০০ টাকা খরচ করেন ছাত্রদল এর "পোলাপান" এর পিছনে। ব্লগীয় সন্ত্রাসের চরম উৎকর্ষ সেদিন দেখেছি। আমার দেশ পাঠকমেলা থেকে রুবেলের ছাল চামড়া ছিলে ফেলার হুমকি দেয়া হয়।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যারা সাইবার আইন নিয়ে নিয়মিত পোস্ট দিয়ে মাঠসরগরম করছেন, ব্লগাররা তাদের নির্বাতিত না করলেও যারা ব্লগারদের প্রতিনিধি হিসেবে নিজেকে জাহির করে সাইবার আইনের জন্য জানপাত করছেন সেই তাদেরই অন্যতম আইরিন সুলতানার বিরুদ্ধে উঠেছে মডারেশন ক্ষমতার অপব্যাবহার করে ব্যাক্তিগত বিদ্বেষ চরিতার্থের জন্য জনৈক "জেনারেলে"র আইপি ও পরিচয় ফেসবুক, ব্লগে ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। যেটা কিনা একটা সাইবার অপরাধ! উনার দেয়া পোস্টে যারাই এটার প্রতিবাদ করতে গেছেন, তাদেরকেই উনি "গোষ্ঠীর তাবেদার", চটি ব্লগের সমর্থক" প্রভৃতি বলে ব্যাক্তিগত আক্রমণ করতে থাকেন, যেটাও কিনা সাইবার ভদ্রতার পরিপন্থী!
উপরোক্ত তিনটি ঘটনায় ব্লগ নিয়ে আমি কিছুটা হতাশ। ব্লগ আইন বা সাইবার আইনের যে প্রয়োজন নেই, সেটাও যেমন সত্যি; এই মানুষগুলিকে এতো সহজে ছেড়ে দেয়া উচিত নয়, সেটাও তেমন সত্যি।
আলোচনার প্রয়াস রইলো।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৯