মেয়েদের দেখলেই হিতাহিত জ্ঞান লোপ পায়

উঠতি এবং বুড়ো ভীম সবাই তাঁহাদের পিছে পিছে দৌড়ায়

জানেন নিশ্চয়ই এঁরা কারা-
এঁরা আর কেউ নন, আমাদেরই জ্ঞাতি- সম্মাতি পুরুষ ভাইয়েরা

এ কথা স্কুলকলেজ-হাঁটবাজারে- সর্বক্ষেত্রে সত্য-
সবচেয়ে বেশি সত্য আমাদের ভার্চুয়াল ব্লগে

আহা, মেয়েদের পোস্ট ভুলেও তাঁদের নজর এড়ায় না


বিশ্বাস না হলে যাচাই করুন তাঁহাদের কমেন্টের তালিকা
৫ টাকার ফ্লেক্সিলোডের 'বেট' আপনার লগে

ভাবছেন, এটা কবিতা? না, তা নয়

আপনাদের জ্ঞাতার্থে তুলে ধরলাম আমাদের জ্ঞাতিভাই কবিদের সত্যিকার পরিচয়

মেয়েদের নিয়ে বিড়ম্বনা
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৩১