দুটি কবিতা
মঈনুস সুলতান
জরি আঁকা মোম
জোনাকির ঘরে আজ
জরি আঁকা মোম ছিল
অলিভের পাতায় কাচ গুড়া শিশির,
বাদুড়ের পাখা গুনে গুনে ঝিল পাড়ে
দেখো তুমি ..অনাহুত নিশির;
বেলেহাঁস চরা হ্রদে
শ্যওলা ভাসা জল ছিলো
ফেনার শামুকবাগে
সহসা তুমি সাঁতাররত,
মাকড়শা টাঙ্গায় মিহি মশারি
জুঁই ডানা প্রজাপতি জড়িয়ে জালে
হলো যে ক্ষত বিক্ষত;
তারপর পা রেখে ধূসর রকে
চাদেঁর জলছায়ায় ঝুরে তোমার সোনালি চুল,
জলপাই ঝরা আঁধারে কাদেঁ দেখো
বালি দ্বীপের বহেমিয়ান বুলবুল;
তুমি শুনেছো কী
রাতের ঝিঝিঁ ভরা তাঁবুতে
মোম আকেঁ জোনাকি...
সিল্কের ছাড়পত্র
এসো- তবে পান করে
সুরভিত কফি সুমাত্রার,
জড়ো করি মানচিত্র আর টিকিট
প্রস্তুতি নেই টেরাকোটা সিপাহীর দেশে
সাহসী যাত্রার..
কেটেছে আমাদের অনেকদিন
উড়োজাহাজের ডানায় দ্বীপ থেকে দ্বীপান্তরে
মেলেনি শান্তি জারুলের জোছনায়
নিজস্ব ঘরে..
এসো তবে একবার খেলা ছলে হই ব্যাধ,
শিকারীর হাতে নিয়ে তূণীর
দেখি- কাটে যদি অবদমনের খেদ..
এসো তবে ভাঙ্গি ঘর ..দূরে চলে যাই
দেহে যাত্রার ক্লেশ,
থিতু হইনি বটে বসফরাসের বালুতটে
নাচে দেখি ঘূর্ণয়মান দরবেশ..
যা দেখেছি তার মিহি সুতায় সেলাই করি
সিল্কের ছাড়পত্র,
তুর্কী দরবেশ দেখো..শাতিল আরব হয়ে
কায়রোর ক্যাকটাস কুঞ্জে খুজেঁ জলসত্র।