"বাংলা ব্লগ দিবস" এখন আর কোন ধারণা নয়। এখন এটি বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলা ভাষায় ব্লগিং চর্চা করেন, ভাষাকে ভালোবাসেন এবং কমিউনিটি নিয়ে ভাবেন তাদের কাছে পরিচিত একটি দিবস। অনেক আলোচনা- সমালোচনা ভেতর দিয়ে এক, দুই, তিন করে এবার চতুর্থ বছরে পা রাখছে "বাংলা ব্লগ দিবস"।
গত কয়েক বছরের আয়োজন এবং আয়োজন পরবর্তি সমালোচনা থেকে যে অভিজ্ঞতা ব্লগ কতৃপক্ষ পেয়েছেন আশা করি তা ৪র্থ আয়োজনকে, আয়োজনের আনুষ্ঠানিকতাকে আরো সুন্দর-সাবলীল-প্রানবন্ত করে তুলবে।
আসুন FAQ আকারে কিছু সম্ভাবনা খতিয়ে দেখা যাকঃ
প্রশ্ন ১- বাংলা ব্লগ দিবস কবে, কেন?
ইতমধ্যে আপনারা সবাই জানেন প্রতিবছর ডিসেম্বার মাসের ১৯ তারিখ বাংলা ব্লগ দিবস পালিত হয়ে আসছে। বাংলা কমিউনিটি ব্লগের পথিকৃৎ সমাহোয়ারইন ব্লগ... বাঁধ ভাঙার আওয়াজ এর জন্মমাসে আলোচনা সাপেক্ষে এই দিনটি নির্ধারণ করা হয়। যদিও বাংলা ব্লগ শুরু হওয়ার দিন (১৫ ডিসেম্বার) টিকে ব্লগ দিবস করার বিষয়ে অনেকে মতামত দিয়েছিলেন তবু ১৪ ডিসেম্বার বুদ্ধিজীবি দিবস এবং ১৬ ডিসেম্বার বিজয় দিবসের মত দু'টি জাতিয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিবেচনায় এনে আলোচনা সাপেক্ষে ১৯ ডিসেম্বারকে ব্লগ দিবস হিসেবে ঘোষণা দেয়া হয়।
প্রশ্ন ২- এটা কি "বাংলা ব্লগ দিবস" নাকি "সামহোয়ারইন ব্লগ দিবস"?
বিষয়টি নিয়ে অনেক আলোচনা-সমালোচনা আমরা ব্লগাররা শুনেছি। তবে যৌক্তিক ভাবেই আমরা বুঝতে পারি অবশ্যই এটি সামহোয়ারইনের নিজস্ব কোন দিবস নয়। গতবারের আয়োজনের দিকে পেছন ফিরে তাকালেই বিষয়টি আরো পরিষ্কার হবে। গতবারের আয়োজনে অন্যান্য বাংলা কমিউনিটি ব্লগের অংশগ্রহণ এবং স্বতস্ফুর্ততা নিঃসন্দেহে বলে দেয় এটি অবশ্যই "বাংলা ব্লগ দিবস!"
প্রশ্ন ৩- এবারের আয়োজনটি কোথায় হচ্ছে?
বাংলা ব্লগ দিবসের ৩য় আয়োজনটি হয়েছিল পাবলিক লাইব্রেরীতে। ১ম ও ২য় আয়োজনের আনুষ্ঠানিকতা সামহোয়ারইন অফিসের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ৩য় আয়োজনে ১ম বারের মত বাংলা ব্লগ দিবস বড় পরিসরে বাইরে অনুষ্ঠিত হয়। যেহেতু একবার বের হয়েছে বাইরে সেহেতু ধারণা করা যায় এবারের আয়োজনটিও বড় করে বাইরে কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
প্রশ্ন ৪- আমি কি ব্লগ দিবসের আয়োজনে অংশগ্রহন করতে পারবো?
আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন তবে অবশ্যই অংশগ্রহন করতে পারবেন। এমনকি আপনি যদি ব্লগিং বিষয়ে আগ্রহী হন তবেও আয়োজনটি উন্মুক্ত বিধায় আপনার অংশগ্রহনে কোন বাঁধা থাকছেনা।
তবে আপনি যদি বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব ইত্যাদি বিষয়ে ভিন্নমত অবলম্বন করেন তবে ... [নিজ দায়িত্বে]
প্রশ্ন ৫- আয়োজনটি কি খুব গুরুগম্ভির হবে?
গতবারের আয়োজনটি সবচেয়ে বড় যে সমালোচনার সম্মুখিন হয়েছিল সেটি হচ্ছে আয়োজনটি অনেক বেশি গুরুগম্ভির মনে হয়েছে অনেকের কাছে। এবারের আয়োজন আশা করছি সেই দোষটি মুক্ত হবে।
তবে যেহেতু এটি জাতিয় পর্যায়ে একটি দিবস সেহেতু কিছুটা আনুষ্ঠানিকতার বিষয় থেকেই যাবে। তাই আমার ধারণা প্রারম্ভিক উদ্ভোদনের আনুষ্ঠানিকতা শেষে কতৃপক্ষ আমাদের সাধারণ ব্লগারদের কাছে দিনটি উদ্যাপনের ভার ছেড়ে দেবেন!
প্রশ্ন ৬- ইয়ে মানে খাবার দাবারের কোন ব্যবস্থা কি থাকছে?
আগের আয়োজন গুলোতে যেহেতু ছিল সেহেতু এবারের আয়োজনে থাকবে বলে ধারণা করা হয়ত খুব একটা ভুল হবেনা।
প্রশ্ন ৭- অংশগ্রহনের জন্য কোন নির্দিষ্ট ফি/ চাঁদা দিতে হবে?
না। ইটস ফ্রি এন্ড অলওয়েজ উইল বি... !!!
নোটঃ এসবই আমার নিজস্ব ধারণা। এর সাথে কোন ব্লগ কতৃপক্ষ, কোন ব্লগ মডারেটর জড়িত নয়।
৪র্থ বাংলা ব্লগ দিবসের সার্বিক সাফল্য কামনা করছি। আর পরে আয়োজন নিয়ে সমালোচনা করার চেয়ে ব্লগাররা ব্লগ দিবসের আয়োজনে কী কী চান তা আগেই আলোচনা করা ভালো। আলোচনার জন্য পোস্ট দিতে পারেন, আপনার কোন আইডিয়া থাকলে পোস্ট দিয়ে তা সবার সাথে শেয়ার করতে পারেন।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৭