স্থান: পাবলিক লাইব্রেরী চত্ত্বর
সময় : সন্ধ্যা ৬ টা
তারিখ : ৭ নভেম্বর রবিবার ২০১০
বৈঠকের ধরণ : পরামর্শ বৈঠক
বিষয় : ইভটিজিং বিরোধী সামাজিক আন্দোলন
এরই মধ্যে ইভটিজিং বিরোধী সামাজিক আন্দোলন বাঁধ ভাঙার আওয়াজের ব্লগারদের সক্রিয় তৎপরতায় অনেক দূর গড়ালো। আমরা মূল কাজের একেবারেই কাছাকাছি সময়ে অবস্থান করছি। অতীতের অনেক উদাহরণের পথ ধরে এবারও দেখলাম, কিভাবে একটি ইতিবাচক আন্দোলনে ব্লগীয় মতবিরোধ এড়িয়ে ব্লগারদের বৃহৎ অংশ হাতে হাত রাখতে পারে! এসব কারণেই এ আন্দোলন একটি বৃহতাকার রূপ নেয়ার অধিকার অর্জন করে। আর এ জন্যই প্রয়োজন সঠিক কর্মপন্থা। কারণ কর্মকৌশলে ভুলের কারণে বিফলে যেতে পারে সম্ভাবনাময় কোন শুভ কিছুর। তাই আমি প্রস্তাব করছি একটি সার্বজনীন বৈঠকের, যেখানে আমাদের কর্মপন্থা ঠিক হবে।
আপনারা যারা এ আন্দোলনে যুক্ত হয়েছেন বা হতে চাচ্ছেন, আমি সবাইকে অনুরোধ করবো আমাদের এ পরামর্শ সভায় উপস্থিত থাকতে। আমরা এগিয়ে যেতে চাই চূড়ান্ত সফলতায়।
যাদের উপস্থিতি নিশ্চিত হয়েছে :
(১) জীবনানন্দদাশের ছায়া
(২) রাতমজুর
(৩) সবাক
(৪) একরামুল হক শামীম
(৫) রাষ্ট্রপ্রধান
(৬) ব্লগার হানী এবং তার কয়েজকন বন্ধু
(৭) নাহোল
(৮) ওয়াসিক মু্ঃ ইশতিয়াক
বি: দ্রষ্টব্য :
ব্লগাররা চাইলে হালকা খানাপিনার ব্যবস্থা রাখা যায়।
=========================
এখন পর্যন্ত আমাদের অগ্রগতি :
(১) আমাদের প্রাথমিক একটি কর্ম নিশ্চিতকরণ, আর সেটি হলো পোস্টারিং।
(২) পোস্টারের ডিজাইন করা হয়ে গেছে।
(৩) পোস্টারিং স্পট এবং স্বেচ্ছাসেবক দলের তথ্য আগামীকাল প্রকাশ হবে।
(৪) পোস্টার প্রিন্ট এর খরচ সম্পর্কে জ্ঞাত হওয়া। (১২*২৩" সাইজের ১০ হাজার পোস্টারে খরচ ২১,৫০০ টাকা)
(৫) পোস্টারিং এ অর্থায়নের জন্য পর্যাপ্ত টাকা সংগ্রহ চূড়ান্ত। টাকা হাতে আসলেই তার প্রদায়ক সম্পর্কে আপনাদেরকে জানানো হবে।
যেভাবে এ আনন্দোলনের শুরু :
ব্লগার আজাদ আল-আমীন এর পোস্টে ব্লগার ফিউশন ফাইভের করা ফান ম্যাগাজিন রস+আলোর রস মলাটকে পোস্টার হিসেবে ব্যবহার করার আইডিয়া দেন ব্লগার কৌশিক । তারপর সে আইডিয়া নজরে আসে ব্লগার জীবনানন্দদাশের ছায়ার । তিনি এ বিষয়ে একটি পোস্ট দেন। পরে ব্লগার রাতমজুর এর পোস্ট এর পর বিস্তারিত পোস্ট দেন সবাক । যেখানে ব্লগাররা এ বিষয়ে আলোচনা করেছেন। এবং খুব সুন্দর একটি সফলতার দিকে এগুচ্ছে পুরো বিষয়।
"আসুন একসাথে হাতে হাত রেখে সামাজিক এই দুষ্ট ক্ষতের বিরুদ্ধে রুখে দাঁড়াই।"
এ বিষয়ে যেকোন যোগাযোগ :
rakkhos[এট]yahoo.com (জীবনানন্দদাশের ছায়া)
এ আন্দোলনে সহায়তা করার জন্য টাকা পাঠানোর ঠিকানা :
(১)
HSBC 009-027194-001
MD. SHAHRIAR HASSAN
SWIFT : HSBCBDDH
(২)
MD. SHAHRIAR HASSAN
DBBL Savings
ACC: 163.101.35625
SWIFT: DBBLBDDH
বিশেষ দ্রষ্টব্যঃ এটি একটি চলমান আন্দোলন প্রক্রিয়া, পোস্টারিং যার একটি অংশ। এই আন্দোলন বিভিন্ন আয়োজনের মাধ্যমে চলবে...
সংযুক্তি :
জীবনানন্দদাশের ছায়া এর পোস্ট
রাতমজুর এর পোস্ট
সবাক এর পোস্ট