নতুন গ্রামের পুকুরে দীর্ঘসময় ধরে সাঁতার কাটা হলেও আদি গ্রামের পুকুরে কখনো নামা হয়েছে বলেই মনে পড়ে না।

এই সেই পুকুর।

পুকুরের অপর পাড়।

আঁকাবাঁকা এবড়ো খেবড়ো মেঠো পথ। প্রখর গ্রীষ্মে না জানি আরও কত করুণ চেহারা ধারণ করে!

খানিকটা ফাঁকা চাষের জমি, নিড়ানি দিয়ে রাখা হয়েছে। ওপারে আঁখের ক্ষেত।

খুব সুন্দর, শীতল ছায়াময় একটা আমবাগান আছে এখানে।

বাঁশঝাড়... দেখলেই একটু একটু ভয় করে, আবার ভালোও লাগে।


ছোট্ট একটা পেঁপে গাছ। আর তার গায়ে অনেকগুলো ছোট্ট ছোট্ট পেঁপে।
সবগুলোই আমার মোবাইলের পঁচা ক্যামেরায় তোলা।

সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৩০