ব্লগারদের প্রোফাইল ছবি নিয়ে একটি জরিপ করা হয়েছিলো। সেই জরিপে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে ভালো লেগেছে বেশ। অনেক ব্লগারগণ মনোনীত হয়েছিলেন সাতটি পৃথক ক্যাটেগরিতে। তন্মধ্যে নারী ব্লগাররাও মনোনীত হয়েছিলেন। তবে দুঃখের বিষয় - নারী ব্লগারদের ভোট প্রদানের ব্যাপারে অনেকের নিরুৎসাহ দেখা গেছে ! মাত্র কয়েকজন ব্লগার নারী ব্লগারদের ভোট দিয়েছেন। নারী ব্লগারগণ কোনো অংশেই পুরুষ ব্লগারদের তুলনায় কম না। তবে ভবিষ্যতে এরকম হবে না - এরূপ আশা করছি।
সাতটি ক্যাটেগরিতে সাতজন ব্লগার-এর মনোনীত হবার কথা ছিলো। কিন্তু মনোনীত হয়েছেন দশ জন ! কারণ - ভোটসংখ্যার ক্ষেত্রে তাদের অবস্থান প্রায় পাশাপাশি ছিলো এবং তাদের প্রোফাইল ছবিগুলোও ছিলো অর্থবহ।
প্রোফাইল ছবি নিয়ত পরিবর্তনশীল। সেটা মাথায় রেখেই ভবিষ্যতে আবার হয়তো এরকম জরিপ আয়োজন করা হবে আমার পক্ষ থেকে।
ফলাফল :
১. শ্রেষ্ঠ গ্রাফিক্স ডিজাইন :
নিশীথ রাতের বাদলধারা
২. শ্রেষ্ঠ প্রাকৃতিক সৌন্দর্য :
সাঈফ শেরিফ
৩. শ্রেষ্ঠ আর্টিস্টিক ক্রিয়েচার ( হাতে আঁকা ছবি) :
লিপিকার
রিজভী
৪. শ্রেষ্ঠ অর্থবহ (মিনিংফুল) ছবি :
রণদীপম বসু ( চেপে রাখা হচ্ছে আমাদের কথা বলার অধিকার)
৫. বাংলাদেশ বা তদসংশ্লিষ্ট কোনো ছবি :
নাদান ( ১৯৬৯ এর সেই শিশু)
স্রাফা ( অবাক বাংলাদেশ)
৬. মজার ছবি ( ফানি পিকচার) :
চিকনমিয়া
৭. কার্টুন বা অ্যানিমেশন ছবি :
প্রীটি সোনিয়া ( স্নো হোয়াইট)
প্রচেত্য ( হলুদ বালক)
এদের সবাইকে আমার হৃদয়ের অন্তঃকরণ থেকে শুভেচ্ছা।
হিমু রুদ্র
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০০৮ বিকাল ৫:৩১