রবীন্দ্রনাথের ১৫০তম জন্মদিবস উপলক্ষে আমাদের ব্যাঙ্গালোর শহরে গত সপ্তাহে নানা উৎসবের আয়োজন করা হয় ৷ মূল অনুষ্ঠানটি হয় গত রবিবার ৯ই মে ২০১০ টাউন হলের পিছনের মুক্তাঙ্গনে ৷ এটির আয়োজন করেন স্থানীয় বেঙ্গলী আ্যসোসিয়েসান ৷ শুধু মাত্র বাঙালীরা নয় স্থানীয় কন্নড়ভাষীরাও এতে সক্রিয় অংশগ্রহন করেন ৷ শহরের নানা প্রান্ত থেকে নানা ছোটবড় সংস্থার শিল্পীরা নাচে, গানে, আবৃত্তিতে গুরুদেবের প্রতি তাদের শ্রদ্ধার্ঘ অর্পন করেন ৷ তার নানা ছবি এখানে দিলাম ৷
অনুষ্ঠান শুরুর আগে মঞ্চ সাজানো হয়েছে

রবীন্দ্রনাথের ছবিতে মাল্যদান

উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হল

নাচে গানে মত্ত শিল্পীরা


এঁরা কিন্তু বাঙালী নন, কন্নড়ভাষী ৷ তবুও কী সুন্দর বাংলা গান গাইলেন

এই মানুষটাকে স্থানীয় সব অনুষ্ঠানে দেখি ৷ দাড়ি রঙ করা, হাতে মেয়েদের মত চুড়ি, নাম শুনেছি রঞ্জন (কে জানে নাম সার্থক করতেই দাড়ি রাঙিয়েছেন কিনা) ৷ ইনিও একটা গান গেয়েছিলেন ৷