সাইদীকে চাঁদে দেখা গেছে কিনা যায় নাই, সেটা নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই ।। তবে আমি যতটুকু জানি কোনো কোনো ব্যক্তি বিশেষকে এত বেশি মর্যাদা দেয়া যে, তাকে আকাশে-বাতাসে আবিস্কার করার চেষ্টা করা হবে, এটা নিশ্চিত শিরক ।। আমার খুব কষ্ট হচ্ছে আমাদের ঈমানের এতো দুর্বল ভিত্তি দেখে । আমাদের গ্রামের মসজিদের ইমাম এই গুজবটি ছড়িয়ে দিচ্ছে ।। ফলশ্রুতিতে এলাকার আবাল বৃদ্ধ বনিতা সকলেই ভোরে উঠে চাঁদের দিকে তাকিয়ে ছিল ।। ভয়ংকর তথ্য হচ্ছে সকলেই বিশ্বাস করতে শিখল যে তারা সাইদিকে দেখেছে ।।স্বদেশ ছাড়িয়ে প্রবাসেও ছড়িয়েছে সেই গুজব ।।
সাইদির মত এত বড় ""আউলিয়া'" কে অন্যায় ভাবে ফাসির রায়ের কারনে আল্লাহ তার মুখ চাঁদে প্রতিস্থাপন করে দিয়েছেন "" এই মর্মে সাধারন মানুষকে সাম্প্রদায়িকভাবে উস্কে দেয়া হচ্ছে ।১৪-১৫ বছরের কিশোরদের বুঝানো হচ্ছে সাইদির মত ""মহান" ব্যক্তির জন্য আত্মহুতি দিলে তুমি হবে জান্নাতবাসী পাবে " শহীদি মর্যাদা " , যার কিনা এই বয়সে জ্ঞান আহরনের কথা ।
আমরা এই দেশে জামাত শিবিরের তান্ডব এবং পুলিশের নির্বিচারে গুলি দেখতে চাই না ।। আমরা শান্তি চাই ।। আজকে গুজবকে ভুল প্রমানিত করতে গেলে আমি হই আওয়ামিলিগার, শাহবাগ নিয়ে কথা বললে হই নাস্তিক , ইসলাম নিয়ে কথা বললে হয় রাজাকার !! এই কী বাকস্বাধীনতা !!
মাননীয় প্রধানমন্ত্রী আপনি জাতির উদ্দেশ্যে কিছু বলুন।। জামাত শিবির যেই সাম্প্রদায়িক প্রপাগুন্ডা চালাচ্ছে তাতে করে দেশ গৃহ যুদ্ধের দিকেই যাচ্ছে ।। আপনি দেশবাসীকে আশ্বস্ত এটা ধর্ম যুদ্ধ না ।।
সাধারন মানুষ আজ বড় অসহায় ।। যারা দিন আনে দিন খায় , তারা আজ ক্ষুদার্ত ।। যারা জীবিকার তাগিদে ঘর থেকে বের হচ্ছে তারা নিরাপদ নয় । শিক্ষা, মানবতা ,সাম্য সহনশীলতা আজ আস্তাখুরে নিক্ষেপিত । আমরা আফগানিস্তান , পাকিস্তান হতে চাইনা , আমরা আমাদের প্রিয় বাংলাদেশকেই চাই ।। শান্তিকামী মানুষের জয় হোক ।। মানবতার জয় হোক ।।
হে , আল্লাহ আমাদের দেশ এবং দেশের মানুষদের নিরাপদে রাখুন ।
জয় বাংলা !!