আমার জানালা ভরে ছবি হয়ে দুলছে আকাশ,
আমি আর এক ফালি নিশ্পাপ চাদ
সারারাত কথাবলে হয়েছি উদাস
হয়েছি উদাস….।।
এখনও রাত জেগে জানালায় মাথা রেখে
তুমিও কি দেখছ আকাশ আমারি মত
আমি আর এক ফালি নিশ্পাপ চাদ
সারারাত কথাবলে হয়েছি উদাস
হয়েছি উদাস….।।
নিশ্চুপ এই রাতে ও চাদ প্রিয় চাদ
কিছু ঘুম দাওনা আনে আমার দু:চোখে…
আমি আর এক ফালি নিশ্পাপ চাদ
সারারাত কথাবলে হয়েছি উদাস
হয়েছি উদাস….।।
জেমস, বাংলা পপ গানের এক জীবন্ত কিংবদন্তি । স্কুল জীবনের সেই দুরন্ত দিনগুলো থেকে তার সাথে আমার পথচলা , যা আজ অবধি চলমান ।তার গায়কি স্বকিয়তা আমাকে শিহরিত করে । স্কুল ও কলেজ জীবনে তার গান নিয়ে বন্ধুদের সাথে কত ঝগড়া করেছি তার ইয়ত্তা নেই ।তার গানের মাধ্যমেই আমার ভালোবাসার হাতেখড়ি । জেমসের গানের চরম ঘোরবিরোধি আমার বাবা পর্যন্ত "বাবা" ও "মা" গান শুনে কেদেছে।"বাংলাদেশ' গান শুনে আমি উদ্ভুদ্ধ হয়েছি দেশপ্রেমে।মাঝে মাঝে আবেগের বড়ই অভাব দেখা দেয় ,তখন নিজেকে ইচ্ছা করেই কষ্ট দেই ,কারন আমাকে যে গান শুনতে হবে,কষ্ট পেলেই গান শুনতে বেশি ভালো লাগে ,কেননা বেদনার গান আমার মন ছুয়ে যায় ।রাতের পড়া বাদ দিয়ে লুকিয়ে হেডফোন দিয়ে জেমসের গান শুনতাম, আর অবচেতন মনে গেয়ে উঠতাম গান, পেছন থেকে আসা বাবার হাতের জোড়ালো স্পর্শ পাওয়ার পর বুঝতে পারতাম,আমি যে গান গাচ্ছিলাম কানে হেডফোন থাকায় তা বুঝতে পারিনি ।আরো যে কত স্মৃতি আছে তা মনে পড়লে নিজে নিজেই হাসি ,একটা শিল্পীর জন্য কী না করেছি, বর্তমানে যে নতুন গায়করা গান করছে তাদের অধিকাংশেরই গান একবার শুনলে আর শুনতে ইচ্ছা করেনা, কতই না ভালো ছিলো অতীত ,গুরুকে ধন্যবাদ একটা দুরন্ত শৈশব ও স্ব্প্নিল কৈশোর উপহার দেবার জন্য যা আমি তার গানে খুজে পেয়েছি ।অগোছালো লেখা ; সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন । সবাই ভালো থাকুন, শুভ কামনা রইলো ।