অনলাইনে অর্ডার করতে গিয়াও করি নাই। বাংলাদেশ কাস্টমের হাবিজাবির ভয়ে। ফিডেক্স সাপোর্ট করে এরকম কোনো অনলাইন স্টোরও পাইলাম না, সবাই ইউএসপিএস দিয়া প্রোডাক্ট ডেলিভারি করে।
যাই হোক, কিনতে চাইছিলাম Barska ব্র্যান্ডের Starwatcher 50mmx600mm। এখন কাহীনি হইতেছে বাংলাদেশের মধ্যে কি কোথাও টেলিস্কোপ বিক্রি করে?
কয়েকটা সার্চ দিয়া কয়েকজনরে দেখলাম ক্লিকবিডিতে টেলিস্কোপ সেল করতেছে। একজন দাম হাঁকাইয়া রাখছে ৪৭ হাজার টাকা(স্লাইটলি নেগোশিয়ে্টবল!), যার মার্কেট প্রাইস সর্বোচ্চ ১২ হাজার টাকা।

কেউ একটু সন্ধান দিতে পারলে আশ্চর্য্য হইতাম।
