ম্যালা ব্যস্ত,তারপরেও কয়েক জায়গায় দেখলাম জব্বারের নতুন কেলেঙ্কারী বাইর হইসে ব্লগও দেখি ব্যতিক্রম না। ফিফা ইতিমধ্যে একখান পোস্টও প্রসব কৈরা ফালাইসেন,যদিও উনার উচিত আছিল আরেকটু নিশ্চিত হইয়া তারপর অভিযোগ করা। ফিফার পোস্টে একটা কমেন্ট কর্সিলাম,সেইটাই নিচে তুইলা দিলাম;
এইটা সম্ভবত ফলস পজিটিভ,Avira এর অতিরিক্ত ফলস পজিটিভ বহুত পুরানা সমস্যা। কেন মনে হৈতাসে ফলস পজিটিভ সেইটা বল্তাসি
১/আপনার পিসিতে Avira এইটারে স্পাইওয়্যার হিসেবে ডিটেক্ট কর্সে,তারপর Virustotal(Jotti প্রিটি মাচ দ্যা সেইম এজ ভিটি) এ যেইটা পাইসেন সেইটাও কিন্তু ওই Avira(AntiVir) ই ডিটেক্ট কর্সে। Virustotal সর্বমোট ৪০টা অ্যান্টি ভাইরাস এর ভাইরাস ডেফিনিশন ইউজ কইরা ফাইল স্ক্যান কইরা থাকে যার মধ্যে Avira(AntiVir) ও একটা,অর্থাত আপনে Virustotal থিকা আসলে নতুন কিছু পান নাই। এখন দেখেন সবথিকা রিলায়াবল অ্যান্টি ভাইরাস KasperSky,BitDefender,Emsisoft,GData,FSecure এরা কেউই এইটারে মালিশাস ফাইল হিসেবে ডিটেক্ট করে নাই,বাকি অ্যান্টি ভাইরাস গুলার কথা বাদই দিলাম। শুধু তাই না Avira এইটারে স্পাইওয়্যার হিসাবে ডিটেক্ট কর্তাসে যদিও স্পেশালাইজড টুল SuperAntiSpyware ও এইক্ষেত্রে সেইটা করে নাই। বটম লাইন হৈল ৪০ টার ভিতরে যখন ৩৯ টাই নেগেটিভ রিজাল্ট দেয় তখন এইটারে ফলস পজিটিভ হিসেবেই ধৈরা নেয়া যায়।
২/একবছর আগেও সম্ভবত শুধুমাত্র Avira এইটারে ডিটেক্ট কর্সিলো(অন্য কেউ করলে এইবারও করত,আর না হৈলে যদি আগেরবার কৈরা থাকে কিন্তু এইবার না করে তার মানে পুরাই নিশ্চিত এইটা ফলস পজিটিভ),একবছর পার হয়া গেল অথচ বাকি অ্যান্টি ভাইরাসগুলা এখনো এইটারে ডিটেক্ট করতে পার্তাসে না সেইটা প্রায় অসম্ভব ধৈরা নেয়া যায় বিশেষ কৈরা KasperSky,BitDefender,Emsisoft এর ক্ষেত্রে। প্রতিটা অ্যান্টি ভাইরাসই নিয়মিত তাগো ভাইরাস ডেটাবেইস আপডেট কৈরা যাইতাসে,তাই এক বছরেরও অধিক কালের জিনিস মিস হওয়ার সম্ভাবনা খুবই কম(নাই বলাই উত্তম)।
বাইরের টেকি সাইটগুলাতে ঘুরলে দেখবেন Avira(সাথে Panda) এর ফলস পজিটিভ নিয়া প্রচুর অভিযোগ আসে,এইটা Avira এর একটা বড় ডাউনসাইড। তবে পুরোপুরি নিশ্চিত হওয়ার লিগা সব থিকা ভালো হয় অন্য কোনো অন্য কোনো অ্যান্টি ভাইরাস ফোরামে গিয়া এই ফাইল নিয়া রিপোর্ট করা,সেইক্ষেত্রে তারা তাগো ল্যাবে এইটারে টেস্ট কৈরা নিশ্চিত কর্তে পারব এইটা আসলে কি। জব্বাররে নিয়া কোনো আলগা ফ্যাসিনেশন নাই,কিন্তু পুরাপুরি নিশ্চিত না হইয়া কাউরে দোষ দেয়াও বোধহয় ঠিক না।
বি.দ্র: ইহা মোটেই জব্বারের অন্য কোনো অপকর্ম হালাল করনের পোস্ট না
