কালেরকন্ঠকে অনেক অনেক ধন্যবাদ ব্লগ নিয়ে তাদের পত্রিকায় কিছু লেখার জন্য। অন্তরের অন্তঃস্থল থেকে তাদের সাধুবাদ জানাই।

আসুন দেখি সম্প্রতি তাদের সেই ব্লগীয় খবরে তারা ব্লগের ভাষার বিকৃতি যে নমুনাখানা দেখালেন-
"এর পাশাপাশি যে অশ্লীল ও অরুচিকর ভাষার ব্যবহার চলছে, এর নমুনা সংগত কারণেই এ প্রতিবেদনে আনা গেল না। তবে ভাষার বিকৃত ব্যবহারের একটি নমুনা এখানে তুলে ধরা হলো। একটি বাংলা ব্লগে একটি মজার ফটো-ব্লগ পোস্ট দেখে একজন পাঠক মন্তব্যের ঘরে জানতে চাইলেন, 'এসব ফটুক পাইলেন কৈ? জানতে মঞ্চায়!'
পোস্টদাতার উত্তর : খোমাখাতা+গুগলাইয়া।

মন্তব্যদাতা : হাহামগে।

পোস্টদাতা : ডিজিএম!

মন্তব্যদাতা : আরো পোস্টান!
পোস্টদাতা : দিমুনে, অহন দৌড়ের উর্প্রে আছি।
যাদের অভিজ্ঞতা নেই, তাদের জন্য কথোপকথনটি 'অনুবাদ' করলে
অনেকটা এ রকম দাঁড়ায়-
মন্তব্যদাতা : এসব ছবি কোথায় পেয়েছেন? জানতে মন চায়।
পোস্টদাতা : ফেসবুক ও গুগল সার্চ ইঞ্জিন থেকে।


মন্তব্যদাতা : হাসতে হাসতে মরে গেলাম।


পোস্টদাতা : দূরে গিয়ে মর! :-& :-&
মন্তব্যদাতা : দয়া করে এ রকম আরো পোস্ট দিন।



পোস্টদাতা : পরে দেব, এখন খুব ব্যস্ত আছি।"


আবার কেউ ভাববেন না যে আমি এখনে তাদের খবরের অর্ধেক কপি পেস্ট করে তাদের মানসম্মান নিয়ে টানাটানি করার চেষ্টা করছি।
সম্পুর্ণ প্রতিবেদনটা পড়ার জন্য এখনে ক্লিক করুন। তাদের সব লেখাকে আমি সাপোর্ট করি। এখানে জাস্ট বিনোদনমূলক অংশটা তুলে দিলাম।
