নিজেকে অতিক্রম করা বড় বেশি কঠিন!
তিলে তিলে তৈরি করা সত্ত্বা - ভেঙে আবারও মূর্তমান
করা নতুন অবয়বে নিজেকে, মরা ডালে মরা পাতার
বদল, সবুজ পাতায় উন্মুখ হয়ে আবারও নতুন উদ্ভিদে
ফুল ফোটানো - তা কি সহজ কথা? নিজের পুরনো নদী
সাঁতরিয়ে আবারও নতুন কল্লোলিনীর জলে নেমে
সাঁতরানো, নিজের ছায়াকে অপচ্ছায়া ভেবে দূরে ঠেলে
ফেলে অগ্নিশিলা তৈরি করা সবসময়ে সহজ নয় - তবু
নিজেকে নিজে ভেঙে ফেলে স্বপ্নের ভেতর আর এক
স্বপ্ন স্থাপন করে আর এক সীমান্তে পৌঁছানো কখনো
কখনো জরুরি হয়ে পড়ে।