দেশের বদনাম করতে ভাল লাগেনা, আগেই বলে নিলাম, কিন্তু ব্যাপারটা চুরি-ডাকাতির, অনেকেরই লাখ লাখ টাকার জিনিস খোয়া গেছে, তাই বাধ্য হয়েই এই সাবধানবাণী।
ঢাকা বিমানবন্দরে লাগেজ কেটে দামী জিনিস চুরি হওয়া একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমাদের এখানে এক ছাত্র তার বৌ নিয়ে এসেছে, তার লাগেজে ৬ ভরি সোনার গয়না ছিল, হাপিস। আমাদের এখনকার এক চাকরীজিবী ভাই দেশে গেলেন, তার ব্যাগ থেকে সকল ইলেক্ট্রনিক্স সামগ্রী গায়েব। আর এক আপার সকল রূপার/ইমিটেশনের গয়না চুরি গেছে। গত ৩ বছরেই প্রচুর শুনে আসছি এই জিনিস, আমাদের অতি পরিচিত মানুষজনের ভিতরেই আরো ৫ জনের এই কাহিনী, অন্যন্যদের কথা তো বাদই দিলাম।
এসব ক্ষেত্রে এয়ারলাইন্সকে বলে লাভ হয়না, কারণ এয়ারলাইন্সের নিয়মাবলীতেই লেখা থাকে যে তারা মূল্যবান কোন জিনিসের নিরাপত্তা দেয়না, শুধু কেজি হিসেবে কিছু টাকা দেয়।
আমার বউএরও রুপার গয়না আর ইমিটেশনের সব গয়না হারানো গেছে। আর দুঃখের কথা হল যে, এই কাহিনী মানুষজনকে বলার পর দেখলাম কমবেশী সবারই একই অভিজ্ঞতা, কিন্তু এটা নিয়ে কথা বলা হয়নি দেখে জানিনা।
তাই ঢাকা বিমানবন্দর দিয়ে যাওয়া আসা করা সবার জন্য সাবধানবাণী: লাগেজে দয়া করে মূল্যবান কিছু দেবেননা। মূল্যবান গয়না বা ইলেক্ট্রনিক্স অবশ্যই সাথে করে ক্যারি অনে রাখবেন।
সবার যাত্রা শুভ হোক।