আজ তোমার অঘোষিত ছুটি
তোমার আনন্দের দিন- জন্মদিন;
শুভ জন্মদিন বুনোফুল..................।
ভ্রমরেরা আজকে তোমায় শুধুই গান শোনাবে
তোমায় একটুও বিরক্ত করবে না কোন পুচকে পাখির দল
কেউ শুষে নেবে না তোমার যৌবনের লালায়িত মধু
ভেঙ্গে ফেলবে না তোমার লাজুক লাজুক পাপড়িগুলো ।
বুনোফুল, কবি তোমায় শুভেচ্ছা জানিয়েছেন
তোমার জন্য উপহার পাঠিয়েছেন -
একটা আকাশ, একটা নদী, একটা দোয়েলপাখি
আরও পাঠিয়েছেন স্বর্ণলতার রাখি !
দিয়েছেন কৃতজ্ঞতাভরা ভালোবাসা ।
বুনোফুল, তোমার তো আজ মহা খুশির দিন
তোমার জন্মদিনে অভিনন্দন জানিয়েছে
মালীর হাতে নিপুণভাবে লালিতপালিত ফুলেরা ;
রাজা-মহারাজাদের বাগানের লাস্যময়ী ফুলেরা ।
হাজারও মনের হাজারও কথার ফুলঝুরিতে
অভিনন্দন জানিয়েছে তোমাকে ।
বুনোফুল, কি সৌভাগ্য তোমার!
কাল রাতেই চন্দ্রবালিকা এসে তোমায় ছুঁয়ে দিয়ে গেছে!
তোমার জন্য রাতের আকাশ জ্যোৎস্নায় ভরে দিয়ে গেছে!
চন্দ্রবালিকার ঝোনাকি সাথীরা রাতভর আলোকিত
করে রেখেছিল অন্ধকার বাগানগুলো !
আর কি চাই তোমার?
শরতের একপশলা বৃষ্টিতে ভেজা বুনোফুল
একটু মুচকি হাসল;
যেন বৃষ্টি শেষে মধ্যদুপুরের রোদের ঝিলিক।
হাওয়ায় দুলে দুলে ছড়ার ঘ্রান ছড়িয়ে
বুনোফুল বলল-
“বনের মাঝে জন্ম আমার, বনেই আমার ঘর,
জন্ম থেকেই বনে আছি থাকব জীবনভর।
কোন ক্ষনেতে জন্ম আমার ,কে রেখেছে খবর?
তোমরা তো ভাই মনের মতন ঠিক করেছ প্রহর !
অন্ধজনের আলো- আঁধার নেইকো তফাৎ যেমন,
জন্মদিন আর অন্যদিন আমার ক্ষেত্রেও তেমন।
কত ফুলই ফোটে বনে, কত ফুলই ঝরে ,
তুচছ আমি- ধন্য হলাম; তোমাদের নজর পরে!”
শরতের রোদে পোড়া বাতাসে দুলছে কৃতজ্ঞ বুনোফুল
নির্বাক দুপুরে নিস্তব্ধ প্রকৃতি;
থেমে থেমে আসা বাতাসে ভেসে আসে সুমধুর সুর –
শুভ হোক জন্মদিন , বুনোফুল..................
বৃষ্টির পানির জমানো কয়েকটি ফোটা
গড়িয়ে পড়ে বুনোফুলের পাপড়িগুলো থেকে....................................।
০১/১০/২০১২.....................।।বাসাবো, ঢাকা।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:০৭