আকাঙ্ক্ষাগুলোর নির্মম পরিনতি
আর কিছু পাওয়ার ব্যর্থ যবানিকায়
জন্ম নেয় কসুর বীষবৃক্ষ ।
আস্তে আস্তে ছড়িয়ে পড়ে বীষ
রক্তের প্রতিটি কনা; শিরা-উপশিরায়;
গ্রাস করে নেয় সোনালী সকাল,
রৌদ্রদীপ্ত যৌবন, প্রশান্তির বিকেল,
ঘিরে আসে আমাবশ্যার ঘোর কালো অন্ধকার ।
বিরতীহীন ধরত্রিতে ক্লান্তিহীন পথচলা
হতাশা এসে থমকে দেয় পথ ,
নিষ্প্রাণ - নির্জীব জীবন
শূন্য মরুর জীর্ন বাসস্থান
সৃষ্টি হয় মৃত্যুপুরী !
প্রানহীন জড়পদার্থে ধূসর চারিপাশ;
ভয়- শঙ্কায় কাটছে সময়
আশা , সেতো কেবলই মরীচিকা ।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:০৯