প্রিয় মডু,
আশা করি বাচ্চার পুষ্টি জনিত বিজ্ঞাপন টি দেখেছেন। যেখানে বাচ্চাটিকে তার বন্ধুরা খোঁচা দেয়। কারন সে সবার থেকে খাটো।
আমারও একই ভাবে আর্তনাদ করে বলতে ইচ্ছে করে, "মডু, লিখে তো যাচ্ছি, কমেন্ট করতে পারব কবে?" ৬ মাসেরও বেশি সময় ব্লগে আছি। যদিও লেখালেখির কষ্টে জেতে চাইনি। কেননা কমেন্ট করাতেই ১টা মজা পেতাম। কিন্তু না লিখতে গিয়ে ১দিন পাসওয়ার্ডই ভুলে যাই। তারপরও অনেক কষ্টে কিছুদিন আগে তা উদ্ধার করি। কিন্তু আবার যারপরনাই হতাশ। তবে লেখালেখি নয়া করার আরেকটা কারন ছিল বাংলা লিখতে অপারগতা।
ব্লগ এ কেউ বিভিন্ন কমপিউটার নিয়ে সাহায্য চাইছেন, জানা থাকলয়েও তাদের সাহায্য করতে পারছি না। এ বিষয়ে যেখানে আমি জানা থাকলে অবশ্যই সাহায্য করতে আগ্রহী।
অতএব, আবার আমি চিৎকার করে বলতে চাই, "মডুরা, লিখে তো যাচ্ছি। কমেন্ট করতে পারব কবে?"
এখন আপ্নারাই বলুন এভাবে হতাশ হয়ে লেখালেখি বন্ধ করে দেবো? নাকি আমাকে সুযোগ দানে বাধিত করবেন?
(কেউ কি আছেন উত্তর দেওয়ার?)
অনেকের কাছেই শুনলাম সামু এর মডু রা নাকি ঘুম অত্যধিক পছন্দ করেন। তারা ৪-৫ দিনের আগে আমাদের মত অসহায় দের লেখা দেখা দুরের কথা সার্ভার এ ১টা হিট পরেছে এটাই নাকি বলতে ১ বছর পার করে ফেলেন। এখন দেখা জাক কি আছে আমার কপালে
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১১ রাত ১:৪১