সামুতে পিসি থেকে কোন ছবি আপলোড করা আমার মতে বেশ পেইনফুল কাজ! পোস্ট লেখার পর "ছবি দেবার জন্য এখানে ক্লিক করুন"-এর নিচের "আপলোড"-এ ক্লিক, এরপর "আপলোডকৃত ছবি"-তে ক্লিক, এরপর আপলোডকৃত ছবির উপর ক্লিক করে সবশেষে "insert" এ ক্লিক কর! ব্যাপক পেইন!
আর কোন পোস্টের কমেন্টে তো পিসি থেকে কোন ইমেজ আপলোডের সরাসরি উপায়ই নেই! এজন্য আগে একটা ডামি নতুন পোস্ট বানিয়ে ঐটাতে উপরের পদ্ধতিতে ইমেজ আপলোড করে লিংকটা কপি করে নিয়ে দ্যান ঐ কমেন্টে পেস্ট করা লাগে! আরো বেশি পেইন!!
বিরক্ত হয়ে খুজতে শুরু করলাম একটা পেইনকিলার!! পেয়েও গেলাম একটা পারফেক্ট পেইন কিলারের সন্ধান!
imgur.com এ ফ্রি ইমেজ আপলোড করা যায়, খুব সহজে। ছবি আপলোড করার সাথে সাথে একটা ইউনিক লিংক পেয়ে যাবেন ছবির, যেটা শুধু পোস্টে বা কমেন্টে "ছবি যোগ করুন" বাটনে ক্লিক করে পেস্ট করে দিলেই হবে!
এখানে ছবি আপলোডের বেশ কিছু পদ্ধতি আছে। আমি মোট তিনটি পদ্ধতি নিয়ে নিচে আলোচনা করছি।
পদ্ধতি নাম্বার একঃ
imgur.com ওয়েবসাইটে যান। যদি নিজের একটা একাউন্ট খুলে নিয়ে ঐটাতে ছবি আপলোড করতে চান তাহলে উপরের দিকে "register" বাটনে ক্লিক করে একাউন্ট খুলে নিন, তবে ছবি আপলোড করার জন্য একাউন্ট খুলার বাধ্যবাধকতা নেই।
ছবি আপলোডের জন্য ঐ পেজের "Upload images"-এর নিচে "Computer" বাটনে ক্লিক করুন।
ছবি সিলেক্ট করে দিন। আপলোড শুরু হয়ে যাবে।
অথবা ছবিটা জাস্ট এই পেজে ড্রাগ এন ড্রপ করে দিলেও হবে।
আপলোড হওয়া শেষে একটা লিংক পাবেন। ঐটাই ছবির লিংক। সামুতে "ছবি যোগ করুন" বাটনে ক্লিক করে লিংকটা পেস্ট করে দিন। কাজ শেষ!
তবে এই পদ্ধতিতে স্ক্রিনশট নেয়া যায় না।
পদ্ধতি নাম্বার দুইঃ
এখান থেকে মজিলা ফায়ারফক্সের জন্য
আর এখান থেকে গুগল ক্রোমের জন্য Imgur এড-অনটি/এক্সটেনশনটি নামিয়ে নিন। এরপর ব্রাউজারে যেকোন পেজে রাইট বাটন ক্লিক করলে যে কনটেক্স মেনু আসে ঐটাতে Imgur নামে একটা মেনু তৈরী হবে।
এইখান থেকে আপনি যেকোন পেজের স্ক্রিনশট নিতে পারবেন। স্ক্রিনশট নেয়ার সাথে সাথেই ছবিটি imgur.com ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে এবং আগের মতই একটা লিংক পেয়ে যাবেন।
এই পদ্ধতির অসুবিধা হল এটাতে পিসির ছবি আপলোড করা যাবে না।
পদ্ধতি নাম্বার তিনঃ
সব থেকে সহজ আর আমার প্রিয় পদ্ধতি এটা। এই পদ্ধতিতে যেমন একইসাথে স্ক্রিনশট নেয়া যায় তেমনি সহজে সেই স্ক্রিনশটটি বা পিসি থেকে ইমেজ আপলোড করা যায়।
এখান থেকে ১৮৫ কিলোবাইটের ছোট্ট সফটওয়্যার Hyperdesktop নামিয়ে নিন। ইন্সটলের পর রান করুন।
এমন একটা বক্স আসবে।
এখান থেকে "Browse" বাটনে ক্লিক করে ছবি সিলেক্ট করে দিলেই আপলোড হয়ে নিচের সাদা জায়গায় লিংক চলে আসবে। অথবা ছবি এই বক্সে ড্রাগ এন ড্রপ করে দিলেও হবে।
আর স্ক্রিনশট নিতে চাইলে "capture" অথবা "capture selected area" বাটনে ক্লিক করে স্ক্রিনশট সিলেক্ট করে দিলেই ইমেজ আপলোড হয়ে লিংক চলে আসবে নিচের সাদা জায়গায়। এখন লিঙ্কটা জায়গামত পেস্ট করে দিলেই কাজ শেষ!!
সামুতে এরচেয়ে সহজ উপায়ে ছবি আপলোডের আর কোন পদ্ধতি আছে কিনা জানা নাই। আশা করি সবাই পারবেন এখন থেকে সহজেই ইমেজ আপলোড করতে।
কি পারবেন না??