somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Photo Editing এর সাতকাহন

১১ ই মে, ২০১১ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ছবি Editing এর জন্য Photoshop ই সেরা । কিন্তু এটি ব্যবহার করা এবং বোঝা সময় সাপেক্ষ ব্যাপার । এটি সম্পূর্নভাবে বুঝতে হলে অভিজ্ঞ কারো সহায়তাও দরকার । তাই আজ আমি এমন কিছু সফটওয়্যারের এর কথা বলব যে গুলো দিয়ে খুব সহজে ছবির উপর বিভিন্ন কাজ করা যাবে এবং এগুলো এই সফটওয়্যার দিয়ে করা খুব সহজ । যা Photoshop দিয়ে করা হয়ত ততটা দ্রুত সম্ভব না ।
আসুন তাহলে পরিচয় করিয়ে দিই Software গুলোর সাথে

১. Face Smoother (ঝকঝক তকতক করে ফেলুন ছবি ):



এই Software সাহায্যে ছবিকে Smooth/Sharp করা যাবে । যার ফলে ছবি হয়ে উঠবে আরো আকর্ষনীয় ।
ব্যবহার : Software টি ইন্সটল দিয়ে আপনি ছবিটি ওপেন করুন এবং Smooth বাটনে ক্লিক করে ছবিটি চমৎকার করে ফেলুন । এছাড়া এই সফটওয়্যারটি দিয়ে আপনি কালার বা ইমেজ রি-সাইজ করতে পারবেন ।
Size : 2 MB

Click This Link

২. Picasa-3 (মোবাইল ক্যামেরার ছবিকে উপস্থাপন করুন আরও সুন্দর ভাবে ):




এই Software টি দিয়ে মোবাইলের লো রেজ্যুলেশনের ছবিকে আকর্ষনীয় করে তোলা যায় ।
ব্যবহার : কোন ছবি কে এটি দ্বরা ওপেন করলে তিনটি অপশন দেখতে পাবেন । Basic Fixed,Tuning,Effects
Basic Fixed এর মধ্যে আরও বেশ কিছু অপশন পাবেন যেমন : Crop,Straigthen,Redeye,I’m Feeling Lucky,Auto Contrast,Auto Color,Retouch,Text & Fill Light
Straigthen এই অপশন দ্বারা কোন বাকা ছবিকে নিজের পছন্দ মত সোজা করে নেয়া যাবে ।
I’m Feeling Lucky এই অপশন ক্লিক করলে সয়ংক্রিয় ভাবে ছবির Contrast,Color,Brightness ঠিক হয়ে যাবে ।
Tuning এ বেশ কিছু সুবিধা আছে । যেমন :Fill Light,Highlighuts,Shadows,Ges color Temparature
Effects:
এই অপশন দ্বারা ছবিতে বিভিন্ন এফেক্ট তৈরী করা যায় যেমন-Sharpen, Sapia, B&W, Warmify, Film Grain,Tint,Saturation,Soft Focus,Glow,Filtered B&W,Focal B&W, Ges Graduated Tint


Click This Link



৩. SWF Text (যে কোন ফরমেটের ছবিকে Flash আকারে রুপান্তর ):



এটি যে কোন ছবিকে Flash আকারে রুপান্তর করার আদর্শ সফটওয়্যার । এটির ব্যবহার খুবই সহজ ,মাত্র এক ক্লিকেই আপনি ছবিকে পারবেন Flash এ রুপান্তর করতে ।
Size : 2.26 MB

http://www.mediafire.com/?txqx0zgwdgt




4. Easy Image Modifier (ছবিকে আকার দিন নিজের ইচ্ছে মতন ):


মনে করুন কিছু ছবি নেটে আপলোড করবেন বা ইমেল এ কাউকে পাঠাবেন । কিন্তু ছবিগুলো ডিজিটাল বা হাই রেজুলেশনের কোন ক্যামেরা দিয়ে তোলা ,যার সাইজ অনেক বড় । এমনতবস্থায় এই ছবিগুলো আপলোড করতে গেলে প্রচুর সময় লেগে যাবে । কিন্তু Easy Image Modifier দিয়ে এই কাজটা দ্রুত ও সহজে করা যায় এবং মজার ব্যাপার হচ্ছে এটি দ্বারা ব্যাচ বা পুরো ফোল্ডার সহ ছবিকে রি সাইজ করা যায় এবং ইমেজের কোয়ালিটি নষ্ট হয় না শুধু আকার ছোট হবে ।
এজন্য যা করতে হবে Settings >resize>Active resizeing(টিক দিন)>Proportional : Keep Aspect ratio তে টিক দিয়ে দিন ।
Size : 212 KB

Click This Link





৫. Magic Photo Editor (ছবিকে সাজিয়ে নিন মনের মত করে ) :


ছবিকে মনের মত করে সাজানোর একটি Software হচ্ছে Magic Photo Editor । এটি ব্যবহার অত্যান্ত সোজা এবং এটি দিয়ে আপনি ইচ্ছে মত ছবিকে করে তুলতে পারেন আকর্ষনীয় ।


Size : 4 MB

Downloading Link :

Click This Link

6. Sqirlz Water (ছবিতে ওয়াটার রিফ্লেকশন ব্যবহার করে অ্যানিমেটেড ছবি তৈরী ):


যারা নিজের ছবিতে এনিমেটেড করতে চান তাদের জন্য এটি একটি আদর্শ সফটওয়্যার । তাছাড়া এই সফটওয়্যার ব্যবহার করে ছবিতে ওয়াটার রিফ্লেকশন ব্যবহার করে অ্যানিমেটেড ছবি তৈরী করা যায় এবং তা .gif ফরম্যাটে সেভ করে ব্যবহারও করা যায় ।
ব্যবহার :
Software টি Download করে চালু করুন এবং যে কোন একটি ছবি ওপেন করুন ।
Animation tab এ ক্লিক করুন । এবং প্রিভিউ দেখুন । ইচ্ছা করলে রেজুলেশন ইত্যাদি এডিট করতে পারবেন ।
সর্বশেষে Export এ ক্লিক করে ফরম্যাট নির্বাচন করে ছবিটি কম্পিউটারে সেভ করুন ।

Downloading Link :

http://www.snapfiles.com/get/sqirlzwater.html



৭. Dream Light Photo Editor(কল্পনার চেয়েও বেশী রং দিন ছবিতে ):


এই সফটওয়্যার দ্বারা আপনি ছবিতে নানা রকমের ইফেক্ট দিতে পারবেন যা কল্পনাকেও হার মানায় । এই সফটওয়্যার এ ১২৫ ধরনের ইফেক্ট আছে । তবে আপনি চাইলে এর চেয়ে বেশী ইফেক্ট দিতে পারবেন ।যেমন আপনি একটি ইফেক্ট দিলেন তার উপর আবার একটি ইফেক্ট দিলেন এভাবেই আপনি হাজারের ও বেশী ইফেক্ট দিতে পারবেন ।
যে সমস্ত ইফেক্ট দিতে পারবেন :
*Preset filter (10 effects)
*Pencil drawing filter(10 effects)
*Light Filter(10 effects)
*Amazing Filter(10 effects)
*Dream Filter(10 effects)
*Weather Filter(10 effects)
*Star Filter(10 effects)
*Art Filter(10 effects)
*Gradient Filter(10 effects)
*Color Filter(10 effects)
*Texture Filter(10 effects)
*Edge Filter(10 effects)


Downloading Link :

Click This Link

৮. Face off Max (একজনের মাথা কেটে আরেক জনের মাথা লাগান )


এই সফটওয়্যার দিয়ে একেক জনের মাথা কেটে আরেক জনের মাথা কেটে লাগানো যায় । ব্যবহার খুবই সহজ । শুধু ছবি যোগ করে Next করে দলেই কাজ শেষ । শুধু মাথা না text & Ballon যোগ করতে পারবেন ।
নিচের লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এবং এর সাথে ক্রাক কী দেয়া আছে যা দিয়ে আপনি সফটওয়্যারটি ফুল ভার্সন করে নিতে পারবেন ।

Downloading Link :

http://www.fileguru.com/Face-off-Max/info


৯.Photo Shine : (ছবিকে আরও আকর্ষনীয় করে তুলুন ।)


এটি দিয়ে ছবিকে আরও দারুন করে তোলা যায় । এতে রয়েছে ৯ টি টুল । যা ব্যবহার করে ছবিতে দারুন সব ইফেক্ট দেয়া যায় ।
Size : 29 MB

Downloading Link :

Click This Link

১০. Twisted Brush pro Studio : সহজেই করুন আর্ট


আর্ট প্রেমীদের জন্য অসাধারন একটি Software হচ্ছে Twisted Brush pro Studio V 17.00
এই Software দ্বারা মোটামুটি আর্ট শেখা সম্ভব । তবে যাদের আর্ট সম্পর্কে বিন্দু মাত্র ধারনা নেই তারা এই সফটওয়্যার দ্বারা আর্ট করতে পারবেন । এতে আছে বিভিন্ন ইফেক্ট এর মাধ্যমে Hand Printed art work এর দ্বারা একজন শিল্পির মতই উপস্থাপন করতে পারবেন ।
সফটওয়্যারটিতে Natural Me Art tool ফিচার রয়েছে ,যেমন Oils,acrylics,pastel,charcoal ইত্যাদি । ৫০০ Brush Feefct আছে এতে । এছাড়াও Photoshop এর মত layer,realistic,Media,photo cloning,tracing,masks,particles,filters ইত্যাদি রয়েছে ।

Size : 17 MB

Downloading Link :
http://www.pixarra.com/downloads/tbrusha.exe


১১. Ashampoo Photo Optimizer (ঘোলা ছবি নিমেষেই পরিস্কার করুন )


আমরা অনেক সময় অনেক বেখেয়ালে অনেক ছবি তুলি যা পরে দরকার হয়ে পড়ে । বেখেয়ালের জন্য দেখা যায় ফবি ঘোলা বা অপরিস্কার আসে । সেক্ষেত্রে আমরা Ashampoo Photo Optimizer সফটওয়্যারটা ব্যবহার করতে পারি । এটি দিয়ে আমরা নিমেষেই ঘোলা ছবি পরিস্কার করতে পারি ।

Size : 3 MB

Downloading Link :

Click This Link
১২. Passport Photo Studio (মাত্র কয়েক ক্লিকেই তৈরী করুন পাসপোর্ট সাইজ ছবি )


অনেক সময় Official কাজের জন্য পাসপোর্ট সাইজ ছবি দরকার পড়ে । হয়ত কোন সময় ব্যাস্ত থাকি বা কোন কোন সময় স্টুডিও থাকে বন্ধ । আবার অনেকের মাপ জানা থাকে না এবং একই সাথে অনেকেই PhotoShop দিয়ে ছবি পাসপোর্ট সাইজ করে কাটতে পারে না । তাদের জন্য এই কাজটি সহজ করে দিয়েছে Passport Photo Studio.এর জন্য আপনাকে প্রথমে ছবি তুলতে হবে । আপনি মোবাইল বা ডিজিটাল ক্যামেরা বা যে কোন ক্যামেরা দিয়ে ছবিটি তুলে আপনার পিসিতে নিন । পরে Passport Photo Studio সফটওয়্যাটি চালু করে ছবি এর মধ্যে ড্রাগ করুন এবং মাউস দিয়ে মাপটা সিলেক্ট করে নিন মানে কতটুকু অংশ নিবেন তা দেখিয়ে দিন । পরে সেভ করুন এবং প্রিন্ট করুন প্রিন্টারে অখবা পেন ড্রাইভে করে নিয়ে যান ল্যাব এ ।
Downloading Link :

Click This Link

১৩. Black Magic Pro :(রঙ্গিন করে তুলুন সাদা কালো ছবিকে )


আমাদের বাসায় হয়ত খুজেলে সোনালী স্মৃতির সাদা কালো ছবি মিলবে । আমরা চাইলে এক নিমেষেই এই ছবি গুলোকে রঙ্গিনে রুপ দিতে পারি । এর জন্য দরকার হবে Black Magic Pro.যা দিয়ে নিমেষেই রঙ্গিন করে তুলতে পারি সাদা কালো ছবিকে । এতে আরও অনেক টুলস আছে যা দ্বারা ছবিতে আরও ইফেক্ট লাগাতে পারি ।
আমাদের দেশের অনেক স্টুডিও তে এই সফটওয়্যার দ্বারা ছবিকে রঙ্গিন করা হয় ।

Downloading Link :

Click This Link

১৪. AMS Software Photo Effect Studio(50 টিরও বেশী ইফেক্ট দিয়ে ছবি করে তুলুন অসাধারন )


ছবিকে আরও বেশী আকর্ষনীয় করে তোলা যায় এই সফটওয়্যার দিয়ে । আছে ৫০ টি টুলস ইফেক্ট । যা দিয়ে আপনি করতে পারেন আপনার ছবিকে ভিন্ন আউটলুক ।
যে সমস্ত ইফেক্ট আছে এই সফটওয়্যারে
*Intuitively clear user interface
*Processing and scenery of photos
*More than 50 built in standard and original effects
*Change of the size, brightness, contrast, a saturation, colors etc
*Imposing various in a photo, including traditional and original
*The instant preview of effect before its application
*The press of ready images on the printer


Downloading Link :

Click This Link


১৫. Nature Illusion studio Professional (জীবন্ত করে ফেলুন স্থির চিত্র কে )


মনে করুন ঝর্নার পাশে দাড়িয়ে ছবি তুলেছেন। ছবিতে দেখা যাচ্ছে ঝর্নার পানি স্তির ,পানি পড়ছে না । যদি এমন ভাবে দেখা যেত যে পানি কলকল শব্দে পড়ছে , সাথে পাখি উড়ছে ,প্রজাপতি নড়ছে ; তাহলে কেমন হতো ? হ্যা এই সব কিছু আপনি যোগ করতে পারবেন এই সফটওয়্যারটি দিয়ে ।
এছাড়াও আরো অনেক ইফেক্ট যোগ করার মাধ্যমে ছবিকে করে তুলতে পারবেন জীবন্ত ।
তাছাড়া ছবিকে .Exe,screen saver,avi,,gif ইত্যাদি ফরম্যাট দিতে পারবেন ।


Downloading Link :

Click This Link

১৬.Inpain (ছবি থেকে মুছে ফেলুন অপ্রয়োজনীয় অংশ)


অনেক সময় আমরা অনেক সুন্দর সুন্দ ছবি তুলি যা দেখতে খুব সুন্দর হয় । হয়ত মাঝে মাঝে ছবিতে অনেক অংশ থাকে যা না থাকলে ছবি হয়ত আরও সুন্দর হতো । এসব অপ্রয়োজনীয় অংশ আমরা এই সফটএয়্যার দিয়ে সহজেই মুছ ফেলতে পারি । সফটওয়্যারটি ব্যবহার করা অত্যান্ত সোজা ।

Click This Link

১৭.Image Resizer (দ্রুত ছবি বা ইমেজ কে রিসাইজ করুন)


অনেক সময় মেইল বা ফেসবুক বা মেসেঞ্জার এ ছবি আপরোড করার দরকার পড়ে এক্ষেত্রে ছবির সাইজ যদি বড় হয় তাহলে বিপাকে পড়তে হয় । বিশেষ করে যদি ভালো কোন ডিজিটাল ক্যামেরা দিয়ে তোলা হয় তাহলে ছবির সাইজ অকনক মেশী হয় । সেক্ষেত্রে ছবি ছোট বা রিসাইজ করার দরকার পড়ে যা আমরা খুব সহজে এবং দ্রুত এই সফটওয়্যার দিয়ে করতে পারি ।
ব্যবহার
যে ছবিকে রিসাইজ করবেন তার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Resize > Pictures এ ক্লিক করুন ।
এবার চারটি অপশন দেখতে পাবেন । এখান থেকে যে কোন একটিকে সিলেক্ট করুন পরে OK করুন । আপনি চাইলে Advanced>customize দিয়েও নিজের ইচ্ছে মত ছবি কে আকার দিতে পারবেন ।

Size : 520 KB

Downloading Link :

Click This Link


১৮. Virtual Hair style Fab (বিউটি পার্লার এখন আপনার কম্পিউটারে )


সফটওয়্যার টি দিয়ে ছবিতে নানা রকমের অপশন যোগ করা যায় । বিশেষ করে পার্লারের সাজ সজ্জা ।
এই সফটওয়্যার দ্বারা আপনি ছবিতে ঠোট ,ভ্রু ইত্যাদি সুন্দর করতে পারবেন ।
এছাড়া পছন্দমত চুল , হেয়ার স্টাইল ,চশমা,কানের দুল ,গযনা , মাথার ক্যাপ,পোশাক এমন ক জুতা সহ যোগ করতে পারবেন ।

Size : 19 MB

Downloading Link :
Click This Link


১৯. Photo Art Studio (ছবি এডিটিং এর অসাধারন একটি সফটওয়্যার)


অনেক ধরনের ইফেক্ট রয়েছে ছবিটিতে । যা না ব্যবহার করলে বুজবেন না । অনেক সব ইফেক্ট দ্বরা ছবিকে করে তুলতে পারবেন চমকপ্রদ ।

Click This Link

২০.framephotoeditor দুটি ছবিকে একত্র করুন ।


এই সফটওয়্যারটি দিয়ে দুটি ছবিকে একটি ছবিকে রুপান্তর করতে পারবেন ।
যে কোন বিখ্যাত ব্যাক্তির সাথে লাগাতে পারবেন আপনার ছবি ।

http://www.framephotoeditor.com/






আপনাদেরকে আমার IT Group এ আমন্ত্রন
যে কোন IT সমস্যা Online Base Solution
Full Free In Charge
DIGITAL TEAM LIMITED





৪৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা

লিখেছেন মুনতাসির, ০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ৮:২৪

বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন

আত্মপোলব্ধি......

লিখেছেন জুল ভার্ন, ০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:৫১

আত্মপোলব্ধি......

একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন

জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !

লিখেছেন হাসানুর, ০২ রা নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩২



হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।

লিখেছেন তানভির জুমার, ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৩

আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?

লিখেছেন রাজীব, ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ১০:৪২

ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।

আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন

×