পায়ে-হাঁটা-সেতুর উপর থেকে চোখ ফেলি
কত মানুষ, হাজারো মানুষ। পাখির দৃষ্টিতে উঁচু থেকে দেখছি। আমার গা ঘেঁষে মানুষ চলে যায়, কথা বলতে বলতে আরেক জন আসে। আমি এদের কাউকে চিনি না।
আমার গা ঘেঁষেই চলে যাচ্ছে। স্পর্শ করে যাচ্ছে টিকেন।
এত কাছে থেকেও জানার উপায় নেই। গায়ের রঙ চলে যাচ্ছে, হাত-মুখ-ব্রন ফুল,হাফ,দামী ও রঙ জ্বলা চলে যাচ্ছে।উৎপন্ন কোলাহল, ভাষাপংক্তিমালায় আনুভূমিক অক্ষে অনেক মানুষ হেঁটে যাচ্ছে,
এত লক্ষ মানুষ, এদের কাউকেই জানার সুযোগ নেই।
অথচ প্রতিটি মানুষের বুকের খাঁচায় একটি করে হৃদয় লোড করা থাকে; স্বপ্ন-অর্থ-দারিদ্র-চিন্তন-সখ-অভ্যেস-ভয়-আশার।মানুষেরা সমিল মানুষ খোঁজে,
শান্তি চায় বন্ধুত্বে,
কেউ এদের ভেতরেই হয়তো আছে
যে স্বভাব কবি, তার মুগ্ধ পাঠক হওয়া হয় নি!
ভাববন্ধুও ছিল। অনেক মিল হতো পরিচয় হলে। একজন শিক্ষক পেয়ে যেতাম, হয়তো একজন কুড়িবান মানুষ তারুণ্যে ঝলসিত। লুকিয়ে আছে কোন একজন এর ভিতরই, সুগভীর উপলব্ধি যে লুকিয়ে রাখে
বলার আগেই বুঝতে পারতো আমার কথা।
কারো সাথেই আমার যোগাযোগ হবার কথা না। সব উঠে যাচ্ছে সিঁড়ি বেয়ে,
ফের ওপাশে নেমে যাচ্ছে।
আমি দেখছি সকাল থেকে সন্ধ্যা যত বার হেঁটে গেছি এই ব্যস্ত নগরে
দু চার জন ছাড়া কাউকেই চিনি না।
-
ড্রাফট ০.৯