যে কয়জন এই ব্যাকরণ মানে নি কস্মিন কালে,
বোকা-মাথামোটা, আবেগ সামলাতে অক্ষম, আগে পিছনে না ভেবে রক্তের সামনে পেতে দেয় বুক, নূর হোসেন, উনসত্তরের টোকাই -
তাদের জন্যই আমরা বেঁচে থাকলাম।
অবশিষ্ট দ্রোহী গোপনে দেখে নিয়েছিল আরো কয় জন পিছে আছে,
ডানে কয় জন। বামে কয় মাথা,
একা একা প্রতিবাদ সাপ ও লাঠি দু পক্ষে সামলে বেশ নিচু গলায়
ওভাবে কিছু হয়?
অনুচ্চারিত শশকের মত সতর্ক তুলট গর্জন
মোটা দেয়ালের ভিতর কেওড়া কাঠের পেন্সিলের গর্জন,
উত্তরাধুনিক বিলাসী প্রটেস্ট...
অধিকাংশই বিজয়ের পর বেরিয়ে এসে প্রতিবাদের স্মৃতিচারণ করে,
অধিকাংশ আম জনতা
প্রতিবাদ করতে গিয়ে দেখে নেয়
পায়ের তলায় মাটি কত শক্ত, খুঁটির জোর
কতখানি, পালিয়ে যাবার একটা পথ আছে কি নেই -
দেখে নেয় প্রলেতারিয়েতের কথা বললে কতখানি ক্ষতি,
ভাত চাকুরী সব ঠিক ঠাক হলে হিসাব মেলাতে সময়কে বুঝ দেয়,
সীমান্তের ওপারে গোপন স্থান থেকে সিংহের হুঙ্কার
এপারে বাঘডাঁসা ঘোরাফেরা করে,
কাগজ কলমের সেই গাজী
কাছে এলে দুধেল সারমেয়,
চিত্রগ্রাহক স্মৃতি যদি বিশ্বাস ঘাতক না হয় হয়,
এসে গেলো এসে গেলো শুনে
ময়দান ছেড়েছিল কত লাখ; জয় নিশ্চিত হবার আগে তাদের কোথাও পাওয়া যায় নি।
ব্যতিক্রম অল্প কয় জন, হাতে গোণা, ওদের জন্য বেঁচে আছি।
-
ড্রাফট ১.২