সত্যবতীর বিবাহঃ
জন্মেজয় জিজ্ঞাসা করেন –ভীষ্ম পিতামহকে ধীবররাজ কি বলেছিলেন!
মুনি বলেন – দাসরাজ বিনয়ের সঙ্গে দেবব্রতকে বলেন তার পিতা শান্তনুও পূর্বে এসেছেন।
দাসরাজ বলেন -তোমার পিতা কামদেবের তুল্য, বিখ্যাত কুরু কূলপতি। তাকে কন্যা দেওয়া ভাগ্যের ঘটনা। কিন্তু অভয় দিলে কিছু নিবেদন করি।
দেবব্রত বলেন তিনি নির্ভয়ে সকল কথা বলুন, সাধ্য হলে অবশ্যই তিনি তা দান করবেন।
ধীবররাজ বলেন –তুমি রাজার যোগ্য বীরপুত্র কিন্তু পরবর্তীকালে কলহ অবশ্যম্ভাবী। তুমি গঙ্গার পুত্র, দেব-দানব তোমার পক্ষে। তোমার সামনে আমার কন্যার পুত্রদের স্থান কি হবে!
সব শুনে দেবব্রত বলেন -আমি থাকতে আপনার কন্যার কোন দুঃখ হবে না। এখানে আমি সকলের সামনে প্রতিজ্ঞা করছি রাজ্যে আমার কোন অধিকার নেই। আমার পিতা ও আপনার কন্যার গর্ভের সন্তানই রাজ্যভার পাবে।
দাসরাজ বলেন –তোমার বচন অব্যর্থ। কিন্তু আরেকটা নিবেদন আছে। তুমি রাজ্য ত্যাগ করলে কিন্তু তোমার পুত্ররা যদি দ্বন্ধ করে!
দেবব্রত বলেন –আমি যখন রাজ্যভার ত্যাগ করেছি তখন সে ভয় আপনার সঙ্গত নয়। তবু আমি সকলের সামনে প্রতিজ্ঞা করছি বিবাহ করবো না। আজ থেকে আমি ব্রহ্মচর্য অবলম্বন করলাম, আমার পুত্র না হলেও আক্ষয় স্বর্গ লাভ হবে।
দেবব্রতের এই বাক্যে দেবতা-গন্ধর্ব-নর সকলে বিস্মিত হলেন। ধন্য ধন্য রবে চারদিক পূর্ণ হল। অপ্সরারা স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি করলেন।
ভয়ঙ্কর এই প্রতিজ্ঞা করার জন্য শান্তনু ও গঙ্গার পুত্রের নাম হল ভীষ্ম।
ভীষ্মের সত্যবচনে মুগ্ধ রোমাঞ্চিত দাসরাজ নিজের কন্যাকে ভীষ্মের হাতে তার পিতার জন্য দান করলেন। সত্যবচন থেকে ভীষ্মের এই জননীকে সত্যবতী নাম দেওয়া হল।
সত্যবতীকে ভীষ্ম যোড়হাতে বলেন –মাতা রথে উঠুন এবং নিজগৃহে চলুন।
সত্যবতীকে রথে আরোহণ করিয়ে ভীষ্ম হস্তিনানগরে প্রবেশ করলেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্র সকলে দেখতে এলো। সকলে ধন্য ধন্য করল। “ভীষ্ম, ভীষ্ম” রবে ভুবন পূর্ণ হল।
ভীষ্ম সত্যবতীকে নিয়ে পিতা শান্তনুর সামনে উপস্থিত হলেন। সকল ঘটনা শুনে শান্তনু বিস্মিত হলেন এবং তুষ্ট হয়ে পুত্রকে বর দিলেন –তুমি যতদিন বাঁচতে ইচ্ছা করবে ততদিন তোমার মৃত্যু হবে না, তোমার ইচ্ছা মৃত্যু হবে।
ভীষ্মের জন্ম এবং কর্ম আর গঙ্গার চরিত্রের অপূর্ব কথন যে শোনে তার শরীর নির্মল হয় এবং জ্ঞান তত বাড়ে।
.........................................
উৎসর্গ: সকল ব্লগার বন্ধুকে
..........................................
আগের পর্ব:
কথাচ্ছলে মহাভারত - ৩৬
Click This Link
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১১ রাত ৮:৪১