কবিতা জিনিসটা আমার সাথে কখনও যায় নাই



আওয়ামীগাঁথা
বাপের দেয়া নাম তার ফারুক খান
জনগণরে কয় 'কম খান'

ছিল কর্নেল সেনাবাহিনীর ঘাঁটিতে
বুদ্ধি কিন্তু থাকে তার হাটুর বাটিতে


আপুমনি কয় দেশে নাই কোন আদিবাসী

ভাবটা এমন সবই তার ভাষাভাষী
মাল মুহিত কয় একদিন কম যাও বাজারে
জনগন কয় - খাইতে চাইছিলাম ১০টাকার চাল
আহারে...আহারে

এইদিন দিন না আরও দিন আছে
আগামীবার ভইরা দিবে ভোট নৌকার পিছে

©ফেরারী...